Advertisment

Arijit Singh: গান গাইতে গাইতে কড়া চোখে চড় দেখালেন অরিজিৎ! হচ্ছেটা কী?

কিছুদিন আগে শিল্পীকে দেখা গিয়েছিল প্রতিবাদ করতে। বিদেশে পারফর্ম করতে গিয়ে তাকে যেই বলা হয়েছিল আর কবে গাওয়ার জন্য, তখনই দেখা গেল তিনি সোজা বলেছিলেন এটা প্রতিবাদ করার জায়গা নয়। ফের একবার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
arijit1

Arijit Singh: অরিজিতের ভিডিও ভাইরাল...

 অরিজিৎ সিং, যে নিজেই তাঁর গানের পাশাপাশি শেষ কিছুদিন ধরে বেশ আলোচনায় রয়েছেন নানা মন্তব্যের কারণে। একেই আরজি কর কান্ডের প্রতিবাদে তাঁর গান আর কবে বেশ মনে ধরেছে বেশিরভাগের।

Advertisment

সেই গানেই কলকাতার বুকে এবং মফস্বলের সকলে আন্দোলনে ভাসেন। তাইতো সেদিন যখন লন্ডনের বুকে তিনি পারফর্ম করছেন, তখন যেই মুহূর্তে তাকে অনুরোধ করা হল, আর কবে গানটি গাওয়ার জন্য, ঠিক সেই মুহূর্তে তিনি প্রতিবাদ করে বসলেন। একথাও বললেন যে আর কবে কোন গান নয়। বরং এটা তার হৃদয়ের খুব কাছের একটি অংশ। তিনি ব্যবসা করতে এই গানটি বানাননি। গানটি বানিয়েছেন মানুষকে আরও উদ্বুদ্ধ করতে।

সেদিন যেমন তিনি প্রতিবাদে অংশ নিয়েছিলেন, একথা বলেছিলেন যাদের প্রতিবাদ করতে ইচ্ছা হবে তারা কলকাতার রাস্তায় গিয়ে প্রতিবাদ করুন। ঠিক সেরকমই আরেকটি ভিডিও প্রকাশ পেল। যেখানে অরিজিতকে দেখা গেল চোখ বড় বড় করে কাউকে কিছু একটা বলছেন। কিন্তু কাকে কি বলছেন এটাই ঠাহর করতে পারছেন না বেশিরভাগ।

শিল্পী মঞ্চে গাইছিলেন। হঠাৎ করে তাকে দেখা গেল চোখ বড় বড় করে একজনকে, আঙুল তুলে না নির্দেশ করতে। এমনকি তাকে বসতে পর্যন্ত অনুরোধ করলেন অরিজিৎ। আঙুল তুলে অরিজিৎকে না করতে দেখা যেতে, সকলের মনে একটাই প্রশ্ন কি এমন দেখেছিলেন শিল্পী যে তিনি এই কাজ করতে বাধ্য হলেন।

শুধু এখানেই থামলেন না তিনি। বরং এরপর তাকে হাত তুলে চর দেখাতেও দেখা গেল। তাহলে সামনে কি এমন কেউ ছিলেন, যাকে অরিজিৎ চেনেন। নাকি এমন কোন ভক্ত, যিনি এমন কিছু করছিলেন যাতে এটা করতে বাধ্য হয়েছেন। প্রশ্ন উঠছে অনেক। কিন্তু অরিজিৎকে এই নিয়ে কোন উত্তর দিতে দেখা যায়নি।

যদিও এই ভিডিও নজরে আসতেই, অনেকে অনেক প্রশ্ন করছেন। অরিজিতের আচরণ নিয়েও নানা কথা বলছেন অনেক। তিনি যে পুরোটাই মজার ছলে করেছেন এ কথা পরিষ্কার। ভক্তদের সঙ্গে নানা খুনসুটি তারকাদের লেগেই থাকে। এবারও সেই একই দৃশ্য দেখা গেল।

bollywood Arijit Singh Arijit Singh Live Concert
Advertisment