Advertisment
Presenting Partner
Desktop GIF

খুন নাকি আত্মহত্যা? সুরুপা গুহর মৃত্যুরহস্য এবার রুপোলি পর্দায়, খতিয়ে দেখবেন অরিন্দম শীল

সত্যসন্ধানী হয়ে উঠলেন পরিচালক?

IE Bangla Entertainment Desk এবং Anurupa Chakraborty
New Update
arindam shil, arindam shil news, arindam shil director, OTT, surupa guha, indranath guha, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

নতুন রহস্যের খোঁজে অরিন্দম?

সত্য ঘটনা অবলম্বনে... শব্দটা শুনলেই মানুষের মধ্যে জানার ইচ্ছে আরও বেড়ে যায়। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রিতে এমন বেশ কিছু পরিচালক রয়েছে যারা মানুষকে সত্যি জানাতে অনেকেই ভালবাসেন। তেমনই একজন অরিন্দম শীল। এবার, আবারও হাত দিয়েছেন শহর কলকাতায় ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায়।

Advertisment

সুরুপা গুহ এবং ইন্দ্রনাথ গুহ। যাদের নামের সঙ্গে জড়িয়ে ছিল সাউথ পয়েন্ট স্কুল। সাউথ পয়েন্ট স্কুলের অধ্যক্ষ ছিলেন সুরূপা গুহ। তাঁর মৃত্যুতে ভয়ঙ্কর উথাল পাথাল পরিস্থিতি সৃষ্টি হয় কলকাতার শিক্ষা মহলে। খুন নাকি আত্মহত্যা...? এই নিয়েই আওয়াজ উঠেছিল। কানাঘুষো খরব, এবার এই ঘটনা নিয়েই কাজ করতে চলেছেন পরিচালক অরিন্দম শীল। এবার, নতুন খোঁজে পরিচালক। পুরনো ঘটনার রেশ টেনেই বাঙালিকে সত্যি জানাতে উঠে পড়ে লেগেছেন পরিচালক।

কী ঘটেছিল আসলে?

ঘটনা ১৯৭৬ সালের। সতিকান্ত গুহর পুত্রবধূ সুরুপা গুহর মৃত্যুতে তখন তোলপাড় কলকাতা। এবং তাঁর মৃত্যুতে খুনি হিসেবে দায়ী করা হয় ইন্দ্রনাথ গুহকে। শুধু তাই নয়, শেষদিন পর্যন্ত বিচারক মহাপাত্র এই সিদ্ধান্তেই অনড় ছিলেন, যে খুনই হয়েছেন সুরুপা। কিন্তু, শেষ মুহূর্তে সেটিকে আত্মহত্যা বলেই দাবি করা হয়। লস্যিতে বিষ মিশিয়ে তাঁকে খুন করার অভিযোগ ওঠে। নাম জড়ায় টলিউড তারকারও।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই ঘটনাই এবার সিলভার স্ক্রিনে ফুটে উঠবে। পরিচালকের সঙ্গে থাকবেন দুই বাংলার অভিনেতারা। আরেফিন শুভ, সৌরসেনি মৈত্র, ইন্দ্রাশীষ রায় সকলেই থাকবেন মুখ্য ভূমিকায়। কানাঘুষো, খবর শুটিং শুরু হবে শীঘ্রই।

অরিন্দম শীল এটি ছাড়াও হাত দিয়েছেন আদর্শ হিন্দু হোটেলে। এই ছবিতেও বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক অসামান্য মেলবন্ধন রেখেছেন তিনি। একের পর এক রিয়েল ইভেন্ট, ইতিহাসকে নিয়ে কাজ করছেন।

tollywood Arindam Sil Entertainment News
Advertisment