রাতের অন্ধকারে ঝমঝমিয়ে বৃষ্টি। আচমকাই গাড়ির জানলায় টোকা অনাহূতর। তারপর? রহস্য-রোমাঞ্চ নিয়ে প্রকাশ্যে 'তীরন্দাজ শবর'-এর টিজার। বছর চারেক বাদে রহস্যের সমাধান করতে শহরে আবারও পা রাখছে শবর শাশ্বত চট্টোপাধ্যায়। সঙ্গী ‘নন্দ’ শুভ্রজিৎ দত্ত। বহু প্রতীক্ষার পর শেষমেশ অরিন্দম শীল পরিচালিত 'তীরন্দাজ শবর'-এর ঝলক প্রকাশ্যে এল।
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘তীরন্দাজ’ গল্পের অনুকরণেই তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। একটা বস্তিকে উপলক্ষ্য করে কাহিনি। তার সঙ্গে শ্রেণিবৈষম্য, ক্লাস স্ট্রাগল এসব জুড়ে আছে। একটা খুনকে কেন্দ্র করে গল্প এগোলেও তার সঙ্গে মনস্তত্ত্ব, প্রেম-যৌনতা জড়িয়ে। শাশ্বত চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত ছাড়াও অভিনয় করেছেন দেবযানী চট্টোপাধ্যায়, পৌলমী দাস, চন্দন সেন, দেবলীনা কুমারের মতো টলিউড তারকারা। তবে বিশেষ চরিত্রে দেখা যাবে নাইজেল আক্কারাকে। আগেভাগেই শোনা গিয়েছিল।
<আরও পড়ুন: ‘বেলাশুরু’র ট্রেলারে প্রেমের উদযাপন, চোখে জল আনবে সৌমিত্র-স্বাতীলেখার উপস্থিতি, দেখুন>
টিজারেই মিলল নাইজেলের ঝলক। রাতের অন্ধকারে গাড়ির ভিতর চালকের আসনে বসে থাকা সেই ব্যক্তিই নাইজেল। তবে পয়লা ঝলকে শাশ্বত কিংবা শুভ্রজিতের কাউকেই দেখা গেল না। 'তীরন্দাজ শবর'-এর প্রযোজনায় ক্যামেলিয়া প্রোডাকশনস। অরিন্দমের গোয়েন্দা শবর ফ্র্যাঞ্চাইজি নিয়ে সিনেপ্রেমীদের মধ্যে বরাবারই কৌতূহল। এবারও তার অন্যথা হল না। টিজারে রহস্য-রোমাঞ্চ উসকে দিতেই ফের গোয়েন্দাপ্রেমী বাঙালিরা সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু করে দিয়েছেন। উপরন্তু বছর চারেক বাদে গোয়েন্দা শবরের আগমন। অতঃপর 'তীরন্দাজ শবর' নিয়ে দর্শকরা যে কৌতহূলী হবেন, সেটা বলাই বাহুল্য।
এদিকে কলকাতা-মুম্বই করে শাশ্বত চট্টোপাধ্যায় এখন বেজায় ব্যস্ত। ভিন্ন ধরণের চরিত্রে নজর কাড়ছেন। তার মাঝেই 'শবর' নিয়ে ফিরছেন। আগের শবর ছবিগুলোও দর্শকদের মনে ধরেছিল। এবারও তার অন্যথা হবে না বলেই আশাবাদী নির্মাতারা। আগামী ২৭ মে রিলিজ করছে 'তীরন্দাজ শবর'। মিউজিক করেছেন বিক্রম ঘোষ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন