Aritra dutta banik: ছোট থেকেই টলিপাড়ার বেশ জনপ্রিয় মুখ অরিত্র দত্ত বণিক। আর এখন তাঁর আরও একটা পরিচয় আছে, তিনি সহজ সোজা কথার জন্য জনপ্রিয়, তবে এবার তাঁর বাড়িতে হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।
অরিত্র সমাজ মাধ্যমে নিজেই জানিয়েছেন সেকথা। তিনি গতকাল লিখেছিলেন, "আমি নাকি বিজেপি করি, তাই আমার অবর্তমানে আক্রমণ করা হলো আমার বাড়ির একটি ঘর, দীর্ঘদিন ধরে ঘরটি দখল করে বসে ছিলো কিছু বে-আইনি পাবলিক। রাতভর মদ্যপান চলতো, শুরু হয়েছিলো সিন্ডিকেট অফিস। কোনো অনুমতি নেই কাগজ নেই শুধু থ্রেট আছে। আমরা উচ্ছেদের মামলা করি মামলায় আমরা জয়ী হই। আদালতের নির্দেশে জবরদখলকারীদের বের করে সেই ঘরের মালিকানা আমাদের দিতে আসে আদালতের বেইলিফ।" এমনকি তিনি এমনও লিখেছিলেন যে আইন অমান্য কাজ করেছেন তাঁরা। অভিনেতার মাকে হাতে পায়ে ধরে কাকুতি মিনতি করতে দেখা গিয়েছিল।
আর, আজ তিনি প্রমাণ দিলেন সকলের সামনে। অরিত্রর মাকে যে হুমকি দেওয়া হয়েছে, সেই দৃশ্য প্রকাশ্যে দেখালেন তিনি। সিসিটিভি ফুটেজ শেয়ার করেই অভিনেতা লিখছেন, "আমার মা'কে হুমকি দেওয়া হচ্ছে, আপনি ভাবতেই পারছেন না আপনি কি বিপদে পড়বেন, আপনি এইখানেই থাকবেন কি বিপদে পড়বেন ভাবতে পারছেন না। আপনার ছেলের নামে বদনাম আছে, আপনার ছেলে বিজেপি করে, এই দিয়ে শুরু করে কোর্টের বেইলিফ ও এডভোকেটকে থ্রেট দেওয়া হয়েছিল।" এরপরই, তিনি নিজের স্বরূপে ফিরে আসেন।
নিজের পরিবারের সঙ্গে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মেজাজ হারিয়েছেন তিনি। শুধু তাই নয়, প্রকাশ্যে এও বললেন, "পুরো একঘণ্টার অত্যাচ্যারের সিসিটিভি ফুটেজ আমার হাতে আছে, লোকাল থানায় চলে গিয়েছে। "তৃণমূলের পিন্টু"রা জানে না যে আমার ২০১৪ সাল থেকে বদনাম আছে, কারণ হাইস্কুল থেকে ঘাপলা বিরোধী কাজ করে আসছি। এখনও আমি মামলার পার্টি নই মা আদালতে একা লড়ছেন, আমি ইন্টারজেক্ট করে মামলায় ঢুকে গেলে ওঁদের কাঁদিয়ে ছাড়ব সেটা ওঁরা বুঝতে পারছে না। ইতিমধ্যেই লোকাল থানার ইন্সপেক্টর ইন চার্জ নিজে এই থ্রেটের বিরুদ্ধে কগ্নিজেন্স নিয়ে নিয়েছেন তদন্ত প্রক্রিয়া শুরু করে ফেলেছেন।"
সিসিটিভিঃ আমার মা'কে হুমকি দেওয়া হচ্ছে, আপনি ভাবতেই পারছেননা আপনি কি বিপদে পড়বেন, আপনি এইখানেই থাকবেন কি বিপদে পড়বেন...
Posted by Aritra Dutta Banik on Monday, October 7, 2024
ঠোঁটকাটা অরিত্র জানান, পুলিশের তরফে এই তৎপরতা অনেক ভেবে চিনতেই নেওয়া হয়েছে। তাঁর কারণ উল্লেখ করেই তিনি বলেন, "পুলিশ বিভাগ জানেন যে আমি মাঠে নামলেই বিপদ। পিন্টুরা পার্টি অফিসের হিরো হলে আমিও আদালতের হিরো। যতদিন বেঁচে আছি ঘাপলা বিরোধী মুভমেন্ট চালিয়ে যাব তার জন্যে সিপিএম তৃণমূল বা বিজেপির মেম্বার আমাকে হতে হবে না।"