/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/arjun-1.jpg)
অর্জুন-ডেভিড
গতকাল মুম্বাইতে খেলা দেখার জন্য উপস্থিত ছিলেন ডেভিড বেকহ্যাম। ফুটবল মায়েস্ত্রকে সামনে পেয়ে অনেকেই উচ্ছসিত। বিরাট থেকে কুলদীপ এমনকি সচিন তেন্ডুলকর খোদ, বেশিরভাগই হাজির হয়েছিলেন বেকহ্যামের সঙ্গে দেখা করতে।
বিশেষ করে বিরাটের পারফরমেন্স দেখার জন্য উদগ্রীব ছিলেন তিনি। আর অন্যদিকে, যেই সন্ধ্যে হল অমনি সোনম কাপুর এবং আনন্দ আহুজার তরফে ডেভিডের অনারে রাখা হয়েছিল একটি অনুষ্ঠান। ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তিকে সামনে দেখে তখন সকলেই আপ্লুত। কিন্তু, অর্জুন কাপুরের সঙ্গে তাঁকে দেখতেই রেগে আগুন সকলে। কেন?
এমনিও অর্জুনকে ওয়েস্ট তারকা হিসেবেই গণ্য করা হয়। তাঁর নতুন ফিল্ম যা ব্যবসা করেছে তাঁর থেকে অনেকেই মাইনে বেশি পায় এমন কটাক্ষ ধেয়ে এসেছিল। অভিনেতা ডেভিডের পাশে দাঁড়িয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ। বললেন.. সারাজীবন যাকে তুমি দেখে গিয়েছ। বড় হয়েছ যাকে আইডল হিসেবে দেখে। তাঁর নতুন জীবন, ফুটবল, সন্তান, ট্রাভেল সবকিছু নিয়েই কথা হল। ডাইনিং টেবিলে ১৫ মিনিটের কথা যেন মনে থেকে যাবে, আপনাকে ধন্যবাদ ডেভিড।
আরও পড়ুন - কোয়েলের ভাইফোঁটাই মুক্ত করল সকল কাঁটা, তাঁর বিশেষ ভাই ফিরে পেল মুর্শিদাবাদের পরিবার
এটুকুই ছিল বক্তব্য। কিন্তু দর্শকরা পাল্টা হাসি মজা করতেও বাদ রাখলেন না। তাঁদের বক্তব্য, ডেভিড যথেষ্ট লম্বা। উনি ১৮৩ সেমি, আপনি ১৭৮ সেমি। এডিট করে কী করলেন যে উনি ছোট হয়ে গেল? আবার কেউ বললেন, ডেভিড বেকহ্যাম তাঁর জীবনের ১৫ মিনিট এভাবে নষ্ট করলেন? আবার কেউ বলেন, কিংবদন্তির সঙ্গে জোকার। কেউ স্পষ্ট মজাই করলেন, কথায়.. ডেভিড জানেন আপনি কে? নইলে পাশে দাঁড়াতেন না।
যদিও, এহেন ট্রোল হতেই থাকে। তাও, অর্জুন এসবে কর্ণপাত করেন না। অভিনেতা নিজের তালেই মত্ত। বোন সোনম থ্রোও করেছেন পার্টি, এই সুযোগে কিংবদন্তিকে ছুঁয়ে দেখবেন না? তাও আবার হয় নাকি?