Advertisment
Presenting Partner
Desktop GIF

Arjun Bijlani: ছুটি কাটিয়ে বাড়ি ফিরেই বিপত্তি, গুরুতর অসুস্থ স্ত্রী-ছেলে! মাকে নিয়ে হাসপাতালে ছুটলেন অভিনেতা

Arjun Bijlani Family: বছরের শুরুতেই পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে বাড়ি ফিরেছেন। এরপরই অসুস্থ স্ত্রী ও ছেলে। হাসপাতালে ভর্তি মা। কঠিন পরিস্থিতিতে অর্জুন বিজলানি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
নতুন বছরে কঠিন পরিস্থিতিতে অর্জুন বিজলানি

নতুন বছরে কঠিন পরিস্থিতিতে অর্জুন বিজলানি

Arjun Bijlani Mother: হৃদরোগের আক্রান্ত হয়ে হাসপাতালে হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা টিকু তালসানিয়া। শনিবার সকালে এমন খবরই পাওয়া যাচ্ছে সংবাদমাধ্যম সূত্রে। হিন্দি ধারাবাহিকের আরও এক জনপ্রিয় অভিনেতা অর্জুন বিজলানিও খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি অর্জুন বিজলানির মা।

Advertisment

শারীরিক অবস্থা অবনতির কারনেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেই খবর। অন্যদিকে অর্জুনের স্ত্রী নেহা স্বামী, তাঁর ছেলে অয়নেরও শরীর খুব একটা ভাল নেই। নতুন বছরে ঘুরে আসার পরই যেন খারাপ সময় শুরু হয়েছে অর্জুনের পরিবারে। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা।

Advertisment

মায়ের অসুস্থতার খবরে সিলমোহর দিয়েছেন মিলে জব হম তুম খ্যাত অর্জুন বিজলানি। তিনি বলেছেন, 'হ্যাঁ, অয়ন গত পাঁচদিন ধরে একটু অসুস্থ রয়েছে। স্কুলেও যেতে পারছে না। আমার মা-ও হাসপাতালে। আর স্ত্রী নেহারও ধুম জ্বর। এখন আমিই শুধু একটু ঠিক আছি। আশা করছি সকলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।'

অর্জুনকে শেষ দেখা গিয়েছে প্যায়ার কা পহেলা অধ্যায়: শিব শক্তি ও লাফটার শেফস-এ। পরিবারের প্রতি অর্জুন যে ভীষণ দায়িত্ববান সেই প্রমান বিভিন্ন সময় পাওয়া যায়। অর্জুনের কেরিয়ারের সফল ধারাবাহিকের তালিকায় রয়েছে লেফট রাইট লেফট, মিলে জব হম তুম, মেরি আশিকি তুম সে হি, নাগিন, কবচ, পরদেশ মে হ্যায় মেরা দিল, ইশক ম্যায় মরজওয়া প্রমুখ।

এছাড়াও স্মার্ট জোড়ি-র মতো রিয়্যালিটি শো-য়ে স্ত্রী নেহা স্বামীকে নিয়ে এসেছিলেন অর্জুন বিজলানি। আপাতত অর্জুনের ভক্তরা তাঁর পরিবারের পুরনো ছন্দে ফেরার খবরের অপেক্ষায়। অভিনেতার মা দ্রুত সুস্থ বাড়ি ফিরে আসুক সেই প্রার্থনা করছেন অনুরাগীরা। 

Hindi Bollywood Actor bollywood movie Bollywood News Hindi Television Bigg Boss
Advertisment