Arjun Chakraborty: 'এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত...' বিদেশে গিয়ে সখ্যতা বেড়েছে অন্য নায়িকার সঙ্গে? ডিভোর্স হচ্ছে অর্জুন - শ্রীজার?
Arjun Chakraborty divorce: অর্জুন এবং শ্রীজা বহুদিন ধরেই বিবাহিত, তাদের কন্যা সন্তান রয়েছে। কানাঘুষো খবর, অভিনেতাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করা বন্ধ করে দিয়েছেন! তাহলে কি সত্যিই দুজনের মধ্যে ভাঙন! সেই নিয়েই আলোচনা শীর্ষে।
Arjun Chakraborty divorce: অর্জুন এবং শ্রীজা বহুদিন ধরেই বিবাহিত, তাদের কন্যা সন্তান রয়েছে। কানাঘুষো খবর, অভিনেতাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করা বন্ধ করে দিয়েছেন! তাহলে কি সত্যিই দুজনের মধ্যে ভাঙন! সেই নিয়েই আলোচনা শীর্ষে।
কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, টলিপাড়ায় নাকি বিচ্ছেদ হতে চলেছে এক দম্পতির। সব্যসাচী চক্রবর্তীর ছোট পুত্র অর্জুন চক্রবর্তী এবং শ্রীজার মধ্যে বিচ্ছেদের গুঞ্জন বহুদিন শোনা যাচ্ছে। তবে, ঘটনা মাথা চাড়া দিয়ে উঠেছে শেষ দুদিন।
Advertisment
অর্জুন এবং শ্রীজা বহুদিন ধরেই বিবাহিত, তাদের কন্যা সন্তান রয়েছে। কানাঘুষো খবর, অভিনেতাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করা বন্ধ করে দিয়েছেন! তাহলে কি সত্যিই দুজনের মধ্যে ভাঙন! সেই নিয়েই আলোচনা শীর্ষে। অর্জুন তাঁর পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব একটা পোস্ট করেন না। কিন্তু শেষ কিছুদিন সেই মাত্রা কমে যাওয়ায় আরও বিপত্তি। কানাঘুষো খবর, বিদেশে গিয়ে অন্য অভিনেত্রীর সঙ্গে নাকি সখ্যতা গড়ে তুলেছিলেন তিনি।
যীশু নীলাঞ্জনার পর এবার অর্জুন এবং শ্রীজা নাকি আলাদা হতে চলেছেন! এই বিষয়েই এবার এক সংবাদমাধ্যমে শ্রীজা জানিয়েছেন, "একদম না। আমরা এখন একসঙ্গে বসে আছি। মেয়েও রয়েছে আমাদের সঙ্গে। আলাদা হওয়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি।" আবার অন্যদিকে অর্জুন নিজেও এসব ভুয়ো রটনা কে প্রশ্রয় না দিয়েই বলেছেন...
"আমি জানি না এসব কে রটাচ্ছে। কেন রটাচ্ছে। একসঙ্গে আছি। আর যদি বলা হয়, তাঁর স্ত্রীর ছবি ডিলিট করার প্রসঙ্গ। তবে, এটা তাঁর ব্যক্তিগত বিষয়। ওর নিজের সিদ্ধান্ত। আমি নিজেও ব্যক্তিগত মানুষ। কাজের বাইরে সেভাবে কিছু পোস্ট করি না।" কিন্তু স্ত্রী কেন তাঁকে আনফলো করলেন এই নিয়ে অস্পষ্ট অর্জুন।
উল্লেখ্য, অভিনেতা কিছুদিন আগেই শিকাগোতে গিয়েছিলেন পুরস্কার উদযাপন করতে। সেখানে সঙ্গে ছিলেন টলিপাড়ার অনেকেই। সৃজিত মুখোপাধ্যায়ের সত্যি বলে সত্যি কিছু নেই ছবির বেশিরভাগ সদস্যই উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু, যখন সারা টলিউড অর্জুন এবং শ্রীজার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন করছে, ঠিক তখন অভিনেতা সোশ্যাল মিডিয়ায় আগের একটি ছবি পোস্ট করেছেন...
যাতে তিনি লিখেলন, গতবছরের এক গরমের ছুটিতে। এমন রৌদ্রোজ্জ্বল এবং সবুজ প্রকৃতিতে সবথেকে সুন্দর ছুটির সময় কাটিয়েছিলাম।