Arjun-Malaika Viral Video: ফের পেজ ৩-র খবরে মালাইকা অরোরা আর অর্জুন কাপুর। দীর্ঘ ছ'বছর সম্পর্কে ছিলেন প্রাক্তন লাভবার্ডস। কিন্তু, ২০২৪-এ আলাদা হয়ে যায় দুজনের পথ। সোশ্যাল মিডিয়ায় মালাইকার পোস্টেই তাঁদের ব্রেক-আপ স্পষ্ট। অন্যদিকে বেশ কিছু সাক্ষাৎকারে অর্জুন তো বলেই দিয়েছেন তিনি সিঙ্গল। দীর্ঘদিন তাঁদের একসঙ্গে আর দেখা যায়নি।
তবে বছরের শুরুতেই ফের সেলেব পাপারাৎজ্জিদের ক্যামেরায় ধরা পড়ল যুগলে। ফের জোড়া লাগল ভাঙা প্রেম? না, সইফকে দেখতে হাসপাতালে পৌঁছেছিলেন মালাইকা-অর্জুন। তখনই প্যাপেদের ক্যামেরাবন্দি হয়েছেন দুজনে। উল্লেখ্য, মালাইকার বাবার মৃত্যুর সময়ও পাশে ছিলেন 'প্রাক্তন' অর্জুন।
পতৌদি প্যালেসে মধ্যরাতে সইফের উপর আচমকা হামলা হয়। ছোটে নবাবকে দুষ্কৃতী ছ'বার ছুরিকাঘাত করে। সংকটজনক অবস্থায় সইফকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের পর এখন ভাল আছেন অভিনেতা। তাঁকে হাসপাতালে দেখতে এসেছেন ইন্ডাস্ট্রির সতীর্থরা।
সেই তালিকায় ছিলেন মালাইকা-অর্জুনও। সইফকে দেখে বেরনোর সময়ই পাপারাৎজ্জিদের ক্যামেরাবন্দি হন তাঁরা। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের ভিডিও। এই ভিডিও দেখে খুশি হয়েছেন অর্জুন-মালাইকা জুটির ভক্তরা। অনেকে ভাবছিলেন, সম্পর্কের ভাঙা কাচ জোড়া লেগেছে।
প্রসঙ্গত, দীর্ঘ ছ'বছর একসঙ্গে ছিলেন অর্জুন-মালাইকা। প্রায়ই ছুটি কাটাতে চলে যেতেন যুগলে। বিদেশ থেকেও ছুটি কাটানোর রঙিন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন অর্জুন-মালাইকা। আরবাজ খানের সঙ্গে ডিভোর্সের পরই অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ান বলিউডের মুন্নি। কিন্তু, সেই সম্পর্কও ছ'বছরের মধ্যেই শেষ।
সম্প্রতি 'মেরে হ্যাজব্যান্ড কি বিবি'-র শ্যুটিং সেটে ছাদ ভেঙে চোট পেয়েছেন অর্জুন কাপুর। আগামী ২১ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। শেষ মুহূর্তে শ্যুটিং সেটে চরম ব্যস্ততার মাঝেই ঘটেছে এই দুর্ঘটনা। ছবির পরিচালক মুদাস্সর আজিজ সহ অর্জুন কাপুর, ভূমি পেদনেকার ও রকুল প্রীত ভগনানি সকলেই সেটে উপস্থিত ছিলেন। মুম্বইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে একটি গানের শ্যুটিং চলছিল। সেই সময়ই ছাদ ভেঙে আহত হন অর্জুন, প্রযোজক জ্যাকি ভগনানি ও পরিচালক মুদাস্সির।