Advertisment

Arjun Kapoor: সইফের উপর হামলার পরই বড় বিপদ অর্জুনেরও, কেমন আছেন মালাইকার প্রাক্তন?

Arjun Kapoor Injured: শ্যুটিং সেটে গুরুতর জখম অভিনেতা অর্জুন কাপুর। এখন কেমন আছেন ইশকজাদে খ্যাত নায়ক? কী ভাবে ঘটল এই মারাত্মক ঘটনা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
সইফের উপর হামলার পরই বড় বিপদ অর্জুনেরও

সইফের উপর হামলার পরই বড় বিপদ অর্জুনেরও

Arjun Kapoor Incident: এ যেন বলিউডের 'ব্যাড টইম'। একের পর এক দুর্ঘটনা। বুধবার মধ্যরাতে নিজের বাড়িতে হামলার শিকার হন সইফ আলি খান। বরাত জোরে প্রাণে বেঁচে ফিরেছেন পতৌদি নবাব। এর মাঝেই মায়ানগরীতে আরও এক খারাপ খবর। শ্যুটিং সেটে আহত হন অভিনেতা অর্জুন কাপুর। 'মেরে হ্যাজব্যান্ড কি বিবি'-র শ্যুটিং সেটে ছাদ ভেঙে চোট পেয়েছেন অভিনেতা।

Advertisment

আগামী ২১ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। শেষ মুহূর্তে শ্যুটিং সেটে চরম ব্যস্ততার মাঝেই ঘটে গেল এই দুর্ঘটনা। ছবির পরিচালক মুদাস্সর আজিজ সহ অর্জুন কাপুর, ভূমি পেদনেকার ও রকুল প্রীত ভগনানি সকলেই সেটে উপস্থিত ছিলেন। মুম্বইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে একটি গানের শ্যুটিং চলছিল। সেই সময়ই ছাদ ভেঙে আহত হন অর্জুন, প্রযোজক জ্যাকি ভগনানি ও পরিচালক মুদাস্সির। 

সৌভাগ্যবসত, কেউ গুরুতর জখম হননি। সামান্য চোট পেয়েছেন তিনজন। মিডিয়া রিপোর্ট মোতাবেক, হলটি বেশ পুরনো। তাই গানের মাত্রাতিরিক্ত আওয়াজের ভাইব্রেশনেই ভেঙে পড়েছে একাংশ। FWICE-এর অশোক দুবে Etimes-কে বলেন, কনুই আর মাথায় আঘাত পেয়েছেন অর্জুন কাপুর। DOP মানু আনন্দ বুড়ো আঙুলে গুরুতর চোট পেয়েছেন।

ক্যামেরা যিনি সামলাচ্ছিলেন তাঁর শিরদাঁড়ায় চোট লেগেছে। উল্লেখ্য, ঘটনায় গুরুতরভাবে কেউই আহত হননি। কোরিওগ্রাফার বিজয় গঙ্গোপাধ্যায়ও সেই সময় সেটে উপস্থিত ছিলেন। তিনি জানান, শ্যুটিংয়ের প্রথমদিন কিছু হয়নি। কিন্তু, দ্বিতীয়দিন মারাত্মক ঘটনা ঘটে গেল। 

Advertisment

ETimes-কে বিজয় গঙ্গোপাধ্যায় বলেন, 'আমরা তখন নাচের সিক্যোয়েন্সের মনিটারিং করছিলাম। তখন আচমকাই ছাদের একাংশ ভেঙে পরে। একটা অংশ ভেঙেছে বলে রক্ষা। যদি পুরোটা ভেঙে পরত তাহলে বড়সর কোনও দুর্ঘটনা ঘটতে পারত। তবুও অনেকে বেশ ভালই চোটে পেয়েছেন। শ্যুটিংয়ের আগে প্রোডাকশনের নিরাপত্তার বিষয়টা অবশ্যই খুব ভাল করে দেখে নেওয়া দরকার। অনেকসময়ই শ্যুটিংয়ের জায়গা ভালভাবে পরীক্ষা না করেই কাজ শুরু করে দেওয়া হয়।'

অশোক দুবে, মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী ও বম্বে মিউনিসিপল কর্পোরেশনকে চিঠি মারফৎ পুরো বিষয়টা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'আমরা মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী ও বম্বে মিউনিসিপল কর্পোরেশনের কাছে লেখা চিঠিতে নিরাপত্তার বিষয়টি জানিয়েছি। ফায়ার ডিপার্টমেন্টেও বিষয়টা জানিয়েছি।'

bollywood movie arjun kapoor Bollywood News Bollywood Song Bollywood Actor
Advertisment