/indian-express-bangla/media/media_files/2024/12/26/yxsEUbh4uWLfxl8NUIej.jpg)
প্রাক্তন মালইকার শরীরী হিল্লোলে নেশাতুর অর্জুন!
Arjun On Malaika Dance: অর্জুন কাপুর ও মালাইকা অরোরা বিচ্ছেদের পর কেটে গিয়েছে অনেকদিন। তবুও চর্চায় প্রাক্তন লাভবার্ডস। সম্পর্কের শুরুতে ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছিলেন। কিন্তু, পরে যৌথভাবে সম্পর্কে সিলমোহর দেন। লাভিডাভি মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নিতেন অর্জুন-মালাইকা। সম্পর্ক ভাঙার পরও মালাইকার বাবার মৃত্যুতে পাশে ছিলেন অর্জুন কাপুর। সম্প্রতি মালাইকার সৌষ্ঠব কোমরের ঝলকানি দেখে ভাষা হারালেন প্রাক্তন প্রেমিক। জনপ্রিয় রিয়্যালিটি শো 'India's Best Dancer vs. Super Dancer'-এর মঞ্চে ফের মালাইকায় মন মজল অর্জুনের!
সোনি টিভি এই শোয়ের একটি নতুন প্রোমো শেয়ার করেছে। যেখানে শোয়ের বিচারক মালইকা স্টেজে প্রিতযোগীদের সঙ্গে মুন্নি বদনাম হুই, ছঁইয়া ছঁইয়ার তালে পা মেলালেন। যা দেখে অর্জুন অকপটে বলে দিলেন, 'বহু বছর আগেই আমার কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। আজ আমার চুপ থাকাই শ্রেয়।' নাচের এই রিয়্যালিটি শো সম্প্রচারের পরই দারুণ জনপ্রিয় দর্শকের দরবারে। নতুন প্রেমোতে অর্জুন-মালাইকার ছোট্ট ক্লিপিং পরবর্তী এপিসোডের জন্য দর্শকের উৎসাহকে যে উসকে দিল তা বলাইবাহুল্য।
অর্জুন কাপুর ও ভূমি পেদনেকর তাঁদের আগামী ছবি মেরে হাজব্যান্ড কি বিবি-র প্রচারে এসেছিলেন। প্রতিযোগীদের নাচে মুগ্ধ দুজনেই। তখনই প্রতিযোগীর আবদারে শোয়ের বিচারক ও অভিনেত্রী মালাইকা মঞ্চে আসেন। তারপর একসঙ্গে সেই পারফেক্ট ডান্স নম্বর মুন্নি বদনাম হুই, ছঁইয়া ছঁইয়ার তালে জমিয়ে নাচলেন মালাইকা অরোরা। অসাধারণ পারফরম্যান্স দেখে যেন চোখ জুড়িয়ে গিয়েছে অর্জুন। তাঁকে কিছু বলার জন্য অনুরোধ করা হলে অভিনেতা বলেন, 'বহু বছর আগেই আমার কথা বলা বন্ধ হয়ে গিয়েছে। আজ আমার চুপ থাকাই শ্রেয়।'
অর্জুন আরও যোগ করেন, 'আমি একটা কথা বলতে চাই। আমার প্রিয় গানগুলো শুনতে পেলাম। সুন্দর গানগুলোয় ও অসাধারণ নেচেছে। মালাইকা তোমাকে অভিনন্দন।' প্রেমের সপ্তাহে মালাইকার শরীরী হিল্লোল যেন শিহরণ জাগাল অর্জুনের মনে। প্রাক্তনের নাচের প্রশংসা করে অর্জুন আরও বলেন, 'এই ধরনের মিউজিক-গানে পারফরম্যান্সে মঞ্চ মাতিয়ে দেন। মালাইকা তোমাকে অনেক শুভেচ্ছা। তুমি জানো এই গানগুলো আমার কতটা প্রিয়। তোমাকে এইভাবে নৃত্য পরিবেশন করতে দেখে ভাল লাগল।' মালাইকও হাসি মুখে বলেন, 'অনেক ধন্যবাদ।'