Armaan Malik's wife Aashna Shroff: গতকাল সকালবেলা হঠাৎ করেই জানা গেল আরমান মালিক বিয়ে করেছেন। বহুদিন ধরে তারা আশীর্বাদি সম্পর্কে ছিলেন। তবে গতকাল গায়ক নিজের সমাজ মাধ্যমে জানিয়েছেন, যে অবশেষে চার হাত এক হয়েছে তাঁদের। পরনে কমলা রঙের পোশাক, এবং পরিবারের সামনে তাঁরা এক হলেন।
আরমান মালিক, যিনি সংগীতের দুনিয়ায় অন্যতম নাম, সবাইকে অবাক করে দিয়েছিলেন, যখন জানিয়েছিলেন আশনা শ্রফের সঙ্গে তাঁর সম্পর্কের কথা। তারপর, অনেক সময় কেটে গিয়েছে। তাঁদের আশীর্বাদ হয়েছিল অনেকদিন আগেই। আর গতকাল জানালেন, যে অবশেষে তাঁরা এক হয়েছেন। কে এই আশনা শ্রফ? যাকে বিয়ে করলেন গায়ক?
আশনা শ্রফ কে?
সূত্রের খবর, আশনা শ্রফ একজন ফ্যাশন ইনফ্লুইয়েনসার, এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটার। তিনি তাঁর প্রমিনেন্ট স্টাইল, এবং নিদারুণ কনটেন্টের জন্য বিখ্যাত। কত টাকা আয় করেন তিনি মাসে? এটুকু বয়সেই তিনি প্রচুর টাকার মালকিন। যদিও বা, আরমান কিছু কম যান না। কিন্তু ডিজিটাল মাধ্যমে যে এত টাকা রোজগার করা যায়, সেকথা আশনাকে না দেখলে বোঝা যায় না।
আরমান কত টাকা রোজগার করেন? ( Armaan Malik's Net Worth )
সূত্র বলছে, মাত্র ২৯ বছর বয়সে আরমান মালিক কোটি কোটি টাকার মালিক। এমনকি, তিনি তাঁর রোজগারের খাতিরে ভারতের অন্যতম বড়লোক ইয়াং স্টার্সদের অন্যতম। তাঁর মোট আয়, ৩৭.৫ কোটি। এবং জানা যায়, তিনি নাকি কনসার্ট পিছু প্রায় ৪০ লক্ষ টাকা করে নেন। এমনকি তিনি নাকি অরিজিৎ সিং কিংবা এ আর রহমানের মতো টাকাও চার্জ করেন।
আশনা কত টাকার মালকিন? ( Aashna Shroff's Net Worth )
জানা যাচ্ছে, আরমান মালিকের স্ত্রী কিন্তু নেহাতই পিছিয়ে নেই। বরের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছেন। এবং অর্থের দিক দিয়ে, আরমান মালিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন তিনি। তাঁর নাকি নেট ওর্থ, ৩৭ কোটি টাকা। তাঁর সমাজ মাধ্যমে প্রায় মিলিয়ন ফলোয়ার রয়েছে। বহু প্রমোশন করেন তিনি। তাঁর সঙ্গে বিজ্ঞাপন থেকেও বেশ আয় করেন।
উল্লেখ্য, গতকাল যখন হঠাৎ করেই বিয়ের ঘোষণা করলেন, তখন আরমান মালিক তাঁর পোস্টে লিখেছিলেন, তুমিই আমার ঘরবাড়ি। আবার তাঁদেরকে শুভেচ্ছা জানিয়েছিলেন দাদা আমাল মালিক নিজেও। ভাইয়ের জীবনের নতুন শুরু। দাদা সামনে থেকে বিয়ে দিলেন। এবং তাঁর উদ্দেশ্যে লিখলেন...
"এই ধরনের মুহূর্ত আমায় ভাবিয়ে তোলে। আমি শব্দ হারাই এই নিয়ে কথা বলতে গেলে। আমার বাচ্চা আরমানকে বিয়ে করতে দেখে এবং আমার নতুন পার্টনার ইন ক্রাইমকে সম্পর্কে অফিসিয়ালি জুড়তে দেখে আমার দারুণ লাগছে। আমার হৃদয় আজ পরিপূর্ণ। ওরা ভালবাসায় থাকুক।"