একফ্রেমে স্বস্তিকা-অর্পিতা

এর বাহবা প্রাপ্য পরিচালক অর্জুন দত্তর। দ্বিতীয় ছবির কাজ শুরু করতে চলেছেন তিনি। আর এবারে তাঁর ছবিতে মুখ্য চরিত্রে টলিউডের এই দুই নায়িকা। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি।

এর বাহবা প্রাপ্য পরিচালক অর্জুন দত্তর। দ্বিতীয় ছবির কাজ শুরু করতে চলেছেন তিনি। আর এবারে তাঁর ছবিতে মুখ্য চরিত্রে টলিউডের এই দুই নায়িকা। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
arpita swastika

অর্পিতা-স্বস্তিকা একসঙ্গে বড়পর্দায়।

একসঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় ও অর্পিতা চট্টোপাধ্যায়। অবশ্য এর বাহবা প্রাপ্য পরিচালক অর্জুন দত্তর। দ্বিতীয় ছবির কাজ শুরু করতে চলেছেন তিনি। আর এবারে তাঁর ছবিতে মুখ্য চরিত্রে টলিউডের এই দুই নায়িকা। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে চিত্রনাট্য থেকে কাস্টিং সবটাই তৈরি।

Advertisment

অর্জুনের প্রথম ছবি 'অব্যক্ত' এখনও মুক্তি পায়নি, এর মধ্যেই পরের ছবির কাজ শুরু করছেন তিনি। নতুন ছবিতে আরও এক জনপ্রিয় মুখ রয়েছে, তিনি দেবযানী চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই 'অব্যক্ত' বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত ইন্দো-জার্মান ফিল্ম উইকে সেরা আঞ্চলিক ছবির সম্মানও ঝুলিতে পুড়েছে 'অব্যক্ত'।

আরও পড়ুন, খোঁজ মিলল ‘অভিযাত্রিক’-এর অপুর

Advertisment

Arjunn Dutta পরিচালক অর্জুন দত্ত।

তবে অর্জুনের নতুন ছবির চিত্রনাট্য তৈরি শ্রীরূপা,ডলি এবং রেণুর-কে ঘিরে। তিনজনের আলাদা আলাদা কাহিনি কোথায় গিয়ে এক জায়গায় মিশে যায়। অর্জুনের সঙ্গে এই নিয়ে দ্বিতীয় ছবিতে কাজ করছেন অর্পিতা চট্টোপাধ্যায়, আর প্রথম ছবি 'সিক্সথ এলিমেন্ট'-এ ছিলেন দেবযানী। তবে প্রথমবার স্বস্তিকার সঙ্গে কাজ করছেন পরিচালক।

রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেনমেন্টের তরফে অঙ্কিত দাস বললেন, ''কিছু ফ্রেশ প্রতিভাশালী ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রিতে কাজ করছে। কিন্তু তারা নিজেদের জন্য ঠিক প্ল্যাটর্ফম খুঁজে পায়না, সেটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি। প্রতিযোগীতা নয়, ভাল কাজ করতে চাই।''

Swastika Mukherjee arpita chatterjee Bengali Cinema