Advertisment

জমজমাট সলমনের বোন অর্পিতার ইদ পার্টি, দীপিকা-কঙ্গনা, করণ জোহর-করিশ্মা কে নেই? দেখুন

সলমন খানের বোন অর্পিতা শর্মার ইদের পার্টিতে 'চারচাঁদ'। দেখুন ভিডিও

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

অর্পিতা খানের ঈদ পার্টিতে তারকা সমাবেশ

ঈদ উপলক্ষে জমে উঠেছিল বলিউড। সলমন খানের বোন অর্পিতার পার্টিতে উপস্থিত ছিলেন বলিউড তারকাদের অনেকেই। এমনকি বাদ পড়েননি কঙ্গনা রানাউতও ( Kangana Ranaut )।

Advertisment

গতকাল ঈদ উপলক্ষে এক বিরাট পার্টির আয়োজন করেন সলমনের বোন অর্পিতা খান শর্মা। সেই অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোন রণবীর সিং, করণ জোহর, শেহনাজ গিল ছাড়াও উপস্থিত ছিলেন অনেকেই। বেশিরভাগই হাজির হয়েছিলেন ট্র্যাডিশনাল অবতারে। তবে সকলকে অবাক করে দিয়েই, কঙ্গনা রানাউত নিজেও পার্টিতে হাজির হন। পাপারাজ্জিদের তরফে তাঁর ভিডিও পোস্ট করতেই দেখা গেল কমেন্টের বন্যা।

কেউ বললেন, 'আপনাকে দেখতে সুন্দর লাগছে' আবার কেউ বললেন 'এ তো অবাক কান্ড'। আবার বেশিরভাগই মজার ছলেই নিলেন সম্পূর্ন বিষয়টি। তাদের বক্তব্য,' অবশেষে কঙ্গনা বলিউডের পার্টিতে নিমন্ত্রণ পেলেন'। আরেকজনের মন্তব্য, 'আজকে এনার মুড ভাল আছে'। এদিকে এই পার্টিতে নিমন্ত্রিত ছিলেন দীপিকাও। দুজনে একসঙ্গে এক জায়গায়, অনুরাগীদের মন্তব্য - 'আজকে না মারপিট শুরু হয়ে যায়'। আবার করণ জোহরকে নিয়েও আলোচনার শেষ নেই। ঈদের পার্টিতে না যুদ্ধ লেগে যায় এমন আশঙ্কাও করেছেন অনেকে। মজার ছলেই আরেকজন বললেন, করণ এর হাবভাব এমন যেন কঙ্গনা চলে গেলেই উনি আসবেন পার্টিতে।

নেপটিসমের বিরুদ্ধে সরব কঙ্গনা কীভাবে এই অনুষ্ঠানে যোগদান করলেন এতেই অবাক সকলে। প্রসঙ্গত এর আগেও বিগ বসের সঙ্গে তুলনা টেনে সলমনকে নিয়ে মন্তব্য করেছিলেন কঙ্গনা। লক আপ যে বিগ বস এর ঘর নয় সেটিও পরিষ্কার করেছিলেন তিনি।

গতকালের পার্টিতে করিশ্মা কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবাণী, রিতেশ জেনেলিয়া ছাড়াও, সুস্মিতা সেন, মণীশ মালহোত্রা সকলেই হাজির হয়েছিলেন।

শেহনাজের সঙ্গে সলমনের সুন্দর মুহূর্তের সাক্ষী ছিলেন সকলেই। আবার সিদ্ধার্থ - কিয়ারাকে দেখেই বেশিরভাগ এমনও দাবি করেন দুজনের মধ্যে বিচ্ছেদের ঘটনা অতীত, এ তো প্রেমের হাওয়া বইছে।

karan johar deepika padukone karishma Kapoor salman khan Arpita Khan Kangana Ranaut
Advertisment