Advertisment
Presenting Partner
Desktop GIF

'বয়স্ক' পার্থর সঙ্গে 'নায়িকা' মেয়ের সম্পর্ক! বিস্ফোরক অর্পিতার মা

পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মেয়ে অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে মুখ খুললেন নায়িকার মা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Partha Chatterjee Live updates, Arpita Mukherjee Belgharia Flat, Bengal SSC scam, Partha Arpita, পার্থ-অর্পিতার সম্পর্ক, অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট, অর্পিতা মুখোপাধ্যায়ের মা, মিনতি মুখোপাধ্যায়, গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায়, পার্থ-অর্পিতার বন্ধুত্ব নিয়ে মুখ খুললেন মা মিনতিদেবী, Model actress Arpita Mukherjee, Parth Chatterjee Aide Arpita Mukherje, Partha Chatterjee arrest, Partha Chatterjee, বাংলা SSC দুর্নীতি, Arpita Mukherji, ED, পার্থ চট্টোপাধ্যায়, পার্থ অর্পিতা, অর্পিতা মুখোপাধ্যায়, গ্রেপ্তার মডেল অভিনেত্রী অর্পিতা, Bengal news today, Indian Express Entertainment News

অসমবয়সি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নায়িকা মেয়ে অর্পিতার বন্ধুত্ব নিয়ে মুখ খুললেন মা মিনতি মুখোপাধ্যায়

SSC দুর্নীতির পাশাপাশি নেটপাড়ায় এখন বহুল চর্চিত পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক ছিল অভিনেত্রীর? প্রশ্নে জেরবার তো বটেই, চলছে চুলচেরা বিশ্লেষণও। ওদিকে ইডির জেরায় পার্থর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন নায়িকা। স্ত্রী-বিয়োগের পরই নাকি সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে বলে জানান অর্পিতা। পার্থ-অর্পিতার অসমবয়সি এই 'বিশেষ বন্ধুত্ব' নিয়েই এবার মুখ খুললেন অভিনেত্রীর মা মিনতি মুখোপাধ্যায়।

Advertisment

কথাতেই আছে কু-পুত্র (সন্তান) যদি বা হয়, কু-মাতা কখনও নয়! সেই প্রবাদবাক্যকেই এবার আরও উসকে দিলেন মিনতিদেবী। মেয়ের বিলাসবহুল জীবনযাত্রা, কোটি কোটি টাকার ফ্ল্যাট, গয়না। এমনকী অর্পিতার ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছে ৫০ কোটি টাকা। উপরন্তু তাঁর মেয়ের অ্যাকাউন্টে আরও ৮ কোটি। শুধু সিনেমা-সিরিয়াল করেই কি এত টাকা কামানো সম্ভব? নাকি পার্থ চট্টোপাধ্যায়ের বদান্যতাতেই কোটির মালকিন হয়েছেন অর্পিতা? এমন প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল, মা মিনতিদেবী কি কোনওদিন ঘুণাক্ষরেও টের পাননি? এপ্রসঙ্গেই এবার মুখ খুললেন অভিনেত্রীর মা।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মেয়ে অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে সাফ উত্তর মিনতিদেবীর (Arpita Mukherjee's Mother)। বললেন, "বন্ধুত্ব রয়েছে কিনা জানতাম না। একটা অত বয়স্ক লোকের সঙ্গে বন্ধুত্ব থাকবে কিনা, এই প্রশ্ন কখনও আমার মনে জাগেনি।" এখানেই শেষ নয়, অভিনেত্রীর মা এও জানান যে,এক কলেজের অনুষ্ঠানে এসে পার্থ চট্টোপাধ্যায় একবার তাঁদের বাড়িতে গিয়েছিলেন। তবে সেটা বছর খানেক আগের কথা। কোন সালে, তা মনে নেই তাঁর। সেইসময়ে কি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কোনও কথা হয়েছিল মিনতিদেবীর? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, অর্পিতার পৈতৃক ভিটে বলেই হয়তো দেখতে গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে তাঁর সঙ্গে কোনওরকম কথা হয়নি তখনও।

<আরও পড়ুন: পার্থকে পেয়ে ইন্ডাস্ট্রির যে প্রযোজককে ‘ঠকান’ অভিনেত্রী অর্পিতা!>

ইডি সূত্রে খবর, ইন্ডাস্ট্রির কয়েকজন অভিনেতার সুবাদেই নাকি অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের। আর সেখান থেকেই নাকতলার পুজোর মুখ হয়ে উঠেছিলেন অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়।

<আরও পড়ুন: কলা চাইলেন অর্পিতা! নায়িকার আবদারে তাজ্জব ED অফিসাররা>

বিনোদুনিয়ার সঙ্গে রাজনৈতিক ময়দানের সম্পর্ক এই প্রথম নয়। এর আগেও গ্ল্যামার ইন্ডাস্ট্রির সঙ্গে রাজনৈতিক নেতা-মন্ত্রীদের ঘনিষ্ঠতার কথা প্রকাশ্যে এসেছে। তবে অর্পিতা মুখোপাধ্যায়ের টাকার পরিমাণ মাথা ঘুরিয়ে দিয়েছে ইডি আধিকারিকদেরও। আর সেই সঙ্গে চর্চায় পার্থ-অর্পিতার অসমবয়সি বন্ধুত্ব।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

partha chatterjee WB SSC Scam Arpita Mukherjee West Bengal News tollywood kolkata news Entertainment News
Advertisment