Advertisment

Arshad Warsi-Prabhas: 'কল্কি'-তে প্রভাস পুরো জোকার লাগছিল, বলিউডে আগুন লাগালেন 'সার্কিট' আরশাদ ওয়ারসি

Arshad on Kalki 2898: কল্কি ২৮৯৮, এই ছবিটিতে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। কেউ বলেন তার ভালো লেগেছে কেউ বলেন তার একদম ভালো লাগে নি। অভিনেতা আরশাদ ঠিক এমনই কিছু বলেছিলেন। অমিতাভের প্রশংসার পাশাপাশি প্রভাসকে জোকার বলে উল্লেখ করতে যত অশান্তি শুরু।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Arshad Warsi, Prabhas, Kalki 2898 AD, Arshad Warsi Joker Prabhas, kalki, actor Arshad Warsi, arshad warsi prabhas, South Indian films, Rajinikanth

Arshad to Prabhas: কী বলছেন আরশাদ?

Arshad Warsi on Prabhas: প্রভাসকে জোকারের মত লাগছিল...', দক্ষিণী অভিনেতার বিরুদ্ধে এই মন্তব্য করেই বেজায় ফেসেছেন আরশাদ ওয়ারসি। মুন্না ভাই খ্যাত অভিনেতা নাগ অশ্বিন পরিচালিত কল্কি সিনেমাটিকে তার পছন্দ হয়নি বলেই অভিহিত করেছেন।

Advertisment

যে ছবিতে প্রভাসের পাশাপাশি অমিতাভ বচ্চন দীপিকা পাডুকোন কামাল হাসানের মত, তারকাদের দেখা মিলেছিল। সেই ছবিতে, প্রভাস কে তার একদম জোকারের মতো লেগেছে বলেই সাফ জানিয়েছেন তিনি। অন্যদিকে, অমিতাভ বচ্চনের চূড়ান্ত প্রশংসা করেছেন তিনি। অভিনেতা বলেন, আমি কল্কি দেখলাম আমার একদম ভালো লাগে নি। আমার খুব অস্বস্তি হয় এই ধরনের ছবি দেখলে। অমিতাভ বচ্চন কে দেখেছেন, তিনি লা-জবাব। এই মানুষটাকে আমি বুঝতে পারিনা। উনার মত একটুও শক্তি যদি জীবনে পেতাম তাহলে আমার জীবন বরতে যেত। উনি অভাবনীয়।

অমিতাভ অশ্বথামা চরিত্রে অভিনয় করেছেন এই ছবিতে। অন্যদিকে প্রভাস ছিলেন ভৈরবের চরিত্রে। কিন্তু আরশাদের মোটে প্রভাসকে পছন্দ হয়নি। সোজা বললেন প্রভাস, আমি খুব দুঃখ পেয়েছি। কেন? মানে ওকে পুরো জোকারের মতো লাগছিল কেন? আমি একটা ম্যাড ম্যাক্স দেখার অপেক্ষায় ছিলাম। কি বানিয়ে দিলে লোকটাকে? কেন করেন এরকম একটা অভিনেতার সঙ্গে? আর এই মন্তব্যে জেরে রোষানলে অভিনেতা। পরিচালক নাগ অশ্বিনের পাশাপাশি, অভিনেতা নানি ও তার বিরোধিতা করেছেন। অভিনেতার কথায়, আরশাদ বোধহয় জীবনে প্রথম এতটা অ্যাটেনশন পেয়েছে।

আরও পড়ুন - Kangana Ranaut: নাচলেন ফিফা প্রেসিডেন্ট, এলেন কার্দাশিয়ানরা, আম্বানিরা কি সত্যিই ফেল করলেন কঙ্গনার সামনে?

অন্যদিকে ছবির পরিচালক নাগ অশ্বিন তিনিও আরশাদকে একহাত নিয়েছেন। পরিচালক জানিয়েছেন, আপনি কে? এত ঘেন্না কেন? ডিভিশন করার জন্য কি পাচ্ছেন আপনি? একটু শান্ত থাকুন আমরা সবাই এর মধ্যে আছি। বেশিরভাগের কথা এমনই, সমালোচনা করা খুব সাধারন ব্যাপার। কিন্তু শব্দের নির্বাচন খুব সাবধানে করতে হয়। কিন্তু এই প্রথম নয়। আরশাদ এর আগেও দক্ষিণী সিনেমা কে টাইম পাস হিসেবে উল্লেখ করেছেন। একটি পুরনো ইন্টারভিউ ক্লিপ ভাইরাল হয়েছে সমাজের মাধ্যমে।

যেখানে অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ডাবড সাউথ ইন্ডিয়ান ছবির সাফল্য নিয়ে তিনি কী বলতে চান? যেখানে অভিনেতাকে উত্তর দিতে শোনা যায় যে এগুলো সম্পূর্ণ টাইম পাস,  এবং নির্বোধ বিনোদনকারী। অভিনেতা এমনকি রজনীকান্তের অনস্ক্রিন্স উপস্থিতি, পাশাপাশি তার ধূমপানের স্টাইলের দিকেও ইঙ্গিত করেছিলেন। তিনি বলেন,

যদি ওই ধরনের মন্তব্যের পর অভিনেতা চুপ রয়েছেন। কল্কি যে একদম ভালো ছবি নয়, এ প্রসঙ্গে কেউ কেউ অভিনেতাকে সমর্থন করেছেন। আবার দক্ষিণী মানুষদের মতে, তার সাউথের ছবি নিয়ে কোনও ভাবনা চিন্তাই নেই। কেউ কেউ এমনও বলেছেন, তিনি নর্থ ইন্ডিয়ান মানুষ সে কারণে সেখানকার অনুরাগীদের নিয়ে বেশি ব্যস্ত। কিন্তু প্রভাষ ওয়ান ম্যান আর্মি, এখন আর সিনেমার মধ্যে কোন ভাগাভাগি নেই। পুরোটাই ভারতীয় সিনেমা হিসেবে পরিচিতি পায়।

Prabhas amitabh bachchan arshad warsi bollywood Entertainment News
Advertisment