অরুণ জেটলির প্রয়াণে শোকাহত বলিউড

শোকাতুর অনিল কাপুরের স্মৃতিচারণায় উঠে এল অরুণ জেটলির সঙ্গে প্রথমবার দেখা করার প্রসঙ্গ। দেশের বর্ষীয়ান রাজনীতিবিদের জীবনাবসানে রীতেশ দেশমুখও শোকবার্তা জানান। 

শোকাতুর অনিল কাপুরের স্মৃতিচারণায় উঠে এল অরুণ জেটলির সঙ্গে প্রথমবার দেখা করার প্রসঙ্গ। দেশের বর্ষীয়ান রাজনীতিবিদের জীবনাবসানে রীতেশ দেশমুখও শোকবার্তা জানান। 

author-image
IE Bangla Web Desk
New Update
Bollywood mourns the death of former finance minister Arun Jaitley.

অরুণ জেটলির প্রয়াণে বলিউডের শোকবার্তা।

শনিবার দুপুর ১২টা ৭ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি। করণ জোহর, রীতেশ দেশমুখ, অনিল কাপুর, রবি কিষাণ, কঙ্কনা রানাওয়াত সহ আরও অনেক তারকারা শোকজ্ঞাপন করেন। এইমসের তরফে প্রেস বিজ্ঞপ্তিতে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর প্রয়াণের খবর জানানো হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই রাজনৈতিক নেতা।

Advertisment

arun jaitley life এক ঝলকে অরুণ জেটলির জীবন। অলঙ্করণ- অভিজিৎ বিশ্বাস

শোকাতুর অনিল কাপুরের স্মৃতিচারণায় উঠে এল অরুণ জেটলির সঙ্গে প্রথমবার দেখা করার প্রসঙ্গ। দেশের বর্ষীয়ান রাজনীতিবিদের জীবনাবসানে রীতেশ দেশমুখও শোকবার্তা জানান।

Advertisment

রবিবার দেশের প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্য সম্পন্ন করা হবে। নিগমবোধ ঘাটে রবিবার বিকেলে জেটলির শেষকৃত্য করা হবে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। এইমস হাসপাতাল থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে জেটলির বাসভবনে কৈলাশ কলোনিতে। রবিবার সকালে জেটলির মরদেহ নিয়ে যাওয়া হবে বিজেপি সদর দফতরে। সেখানে জেটলিকে শেষশ্রদ্ধা জানানো যাবে। বিজেপি কার্যালয় থেকে জেটলির মরদেহ নিয়ে যাওয়া হবে নিগমবোধ ঘাটে।