Arun Ray Passed Away: প্রয়াত পরিচালক অরুণ রায়। সকাল হতেই বছরের প্রথম দিকে এমন একটা খবর শুনতে হল টলিপাড়ার সকলকে এবং বিশেষ করে সিনেপ্রেমীদের, যাতে বিধ্বস্ত বেশিরভাগ। এমন একজন দূরদর্শী পরিচালক যে চলে যাবেন, সেকথা বিশ্বাস না করতে পারলেও শেষ কিছুদিন ধরে তাঁর যা শারীরিক পরিস্থিতি, এই ভাবনা অনেকেরই এসেছিল।
বেশ কিছুদিন আগেই তাঁকে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি, তাঁকে রীতিমতো তদারকিতে রেখেছিলেন অভিনেতা এবং চিকিৎসক কিঞ্জল নন্দ ( Kinjal Nanda )। তিনি সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, নিজের দায়িত্বে রাখতে চান সেই মানুষটিকে যার হাত ধরে এই ইন্ডাস্ট্রিতে এসেছেন তিনি। সমস্ত আপডেট তিনিই দিচ্ছিলেন। অরুণ রায় ( Late Arun Ray ) এর সঙ্গে খুব কম তারকাই কাজ করেছেন। তাঁদের মধ্যে দেব ( Dev ) রয়েছেন অন্যতম। আর এবার আরেক অভিনেতা রাহুল বন্দোপাধ্যায় তিনিও, অরুণ রায়কে নিয়ে লিখলেন।
রাহুল ( Rahul Banerjee ) এমনিতে সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। ভীষণ সহজ কথা সহজ করে বলেন। বলা উচিত, তিনি যেকোনও বিষয়ে তিনি যথেষ্ট জ্ঞান রাখেন। অরুণ বাবুর সঙ্গে তাঁর সম্পর্ক কিছুটা এক আকাশ সমান। যার শুধুই স্মৃতি আছে। তাঁর কোনো শেষ নেই। আর আজ কাছের বন্ধু এবং দাদাকে হারিয়ে রাহুল শোকাহত। নিজের মুঠোফোনে এতগুলো মিসকল দেখে যেন বুঝতে পেরেছিলেন আসলে কী ঘটেছে। এমনকি, শেষ কিছুদিন ধরে যেভাবে প্রতিনিয়ত তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটছিল, তাতে অনেকেই আন্দাজ করতে পারছিলেন যে কী ঘটতে চলেছে। গতকাল রাত হতেই, কিঞ্জল সমাজ মাধ্যমে লিখেছিলেন....
অরুণ রায় ভাল নেই। আর আজ সকাল হতেই যেন সব শেষ। কিঞ্জল ফোন করেছিলেন রাহুলকে। অভিনেতা সমাজ মাধ্যমে লিখছেন... "ঘুম থেকে উঠে দেখলাম missed call এ জ্বলজ্বল করছে কিঞ্জল, আমি জানি এর কি মানে হতে পারে,একজন বন্ধুর নিভে যাওয়ার খবর এখন আর চিনতে অসুবিধে হয় না...আমি আর মনাদা মানে নির্দেশক অরুন রায় একসাথে কাটিয়েছি এক পৃথিবী সময়,সেই সময়ের ভাগটুকু নিয়ে চম্পট দিল একজন, বাকিটার পাহারায় থাকলাম আমি।" গতকাল রাত থেকেই সংজ্ঞাহীন হয়ে পড়েন অরুণ রায়।
অন্যদিকে, আজ তাঁকে নিয়ে সমাজ মাধ্যমে লিখলেন রুদ্রনীল ঘোষ ( Rudranil Ghosh ) নিজেও। এগারো দিয়ে শুরু করেছিলেন জার্নি। সেই ভীষণ দক্ষ এবং পটু মানুষটাকে হারিয়ে তিনি লিখছেন...
"আমাদের অরুণ চলে গেল। পরিচালক অরুণ রায়।বরাবর নিজের ছন্দে চলা মানুষ ছিল। কেরিয়ার, অর্থ, নাম -এ গুলোকে সরিয়ে চলতে চাইতো নিজের মত করে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রয়োজনীয় সখ্যতা,অনুরোধ, অনুকম্পাকে এড়িতে চলতো অরুণ। নিজের প্রতি সামান্য যত্নে বড়ই উদাসীন ছিল সে। কিছু বললেই একটা বিড়ি ধরিয়ে হালকা হেসে বলতো, " ছাড় না, এই তো চলে যাচ্ছে দিব্যি।" চললো না। নিজে চলে গেল অরুণ। এই মেধাবী পরিচালকের বানানো সিনেমার বিষয়বস্তুই বলে দেয়, দেশ ও সমাজের অবহেলায় পড়ে থাকা গুরুত্বপূর্ণ বর্তমান ও ইতিহাসকে কতটা গুরুত্ব দিত সে। এই কারণের অরুণ বাকি পরিচালকদের থেকে আলাদাই থেকে যাবে।"
উল্লেখ্য, আজ অরুণ রায়ের শেষকৃত্যে হাজির হয়েছিলেন দেব এবং রুক্মিণী। প্রয়াত পরিচালকের শেষ যাত্রায় সঙ্গে ছিলেন আরও অনেকে।