Aruna Irani Health Update:ব্যাংককে শপিং করতে গিয়ে গুরুতর আহত বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী অরুণা ইরানি। দুদিনের জন্য ব্যাংককে শপিংয়ে গিয়েছিলেন ৮০ বছর বয়সী এই অভিনেত্রী। এখন অনেকটাই ভাল আছেন। মুম্বইও ফিরে এসেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল। যেখানে মুম্বই বিমানবন্দরে হুইলচেয়ারে বসে অরুণা ইরানি। এক হাতে ব্যান্ডেজ আর অন্য হাতে ক্রাচ। সেলেব পাপারাৎজ্জি ভিকি লালওয়ানি তাঁর অ্যাকাউন্টে এই ভিডিও পোস্ট করে জানিয়েছেন ব্যাংককে গিয়ে চোট পেয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে মুম্বই ফিরেছেন।
অভিনেত্রী অরুণা ইরানি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দুদিনের জন্য ঘুরতে গিয়েই আচমকা বিপদ ঘটে গিয়েছে। রাস্তা দিয়ে হাঁটার সময় পড়ে যান। সঙ্গে সঙ্গে চিকিৎসা করায় খুব বেশি যন্ত্রণা ভোগ করতে হয়নি তাঁকে। ETimes-কে অরুণা ইরানি বলেন, ব্যাংককে বেশ মজাই করছিলেন। সেই সময়ই দুর্ঘটনার শিকার হয়েছেন। প্রায় দুসপ্তাহ পর সুস্থ হয়ে মুম্বই ফিরেছেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী। কিন্তু, ঘরে ফিরে আবার ভাইরাল ইনফেকশন। এখন ধীরে ধীরে সুস্থ হওয়ার পথে অরুণা ইরানি।
তিনি ওই সাক্ষাৎকারে আরও বলেছেন, কাজের সূত্রে ব্যাংককে যাননি। শুধুমাত্র মনের মতো শপিং করার জন্যই গিয়েছিলেন। কিন্তু, সেখানে গিয়ে যা ঘটল...। 'এত মজা করলে এইরকম তো হবেই' নিজেকে নিয়ে নিজেই মজা করেছেন অভিনেত্রী। ১৯৯০ সাল থেকে পার্শ্বচরিত্রে একের পর এক ছবিতে অভিনয় করেছেন অরুণা ইরানি। ববি, বম্বে টু গোয়া, রাজা বাবু, বেটা সহ বলিউডের একাধিক মুভিতে তাঁর অভিনয় আজও ভোলেনি দর্শক। অরুণা ইরানিকে শেষ দেখা গিয়েছে ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত Ghudchadi ছবিতে। সঞ্জয় দত্ত ও রবিনা ট্যান্ডনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।
সাম্প্রতিক অতীতে Zoom Entertainment-কে দেওয়া সাক্ষাৎকারে কেরিয়ারের গোড়ার দিকের দিনগুলোর কথা বলেছিলেন। অমিতাভের সঙ্গে বম্বে টু গোয়া-তে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেছিলেন, 'অমিতজি বরাবরই একা থাকতে পছন্দ করতেন। নিজের মতো নিজে থাকতেন। নিজের ঘরে বা ভ্যানিটি ভ্যানেই সময় কাটাতেন। আমি কখনও দেখিনি কাজের অবসরে কারও সঙ্গে কথা বলতে বা বন্ধুত্বপূর্ণ আচরণ করতে।'