Advertisment

শাহরুখের গলা চেপে ধরলেন আরিয়ান! শ্বাস না নিতে পেরে কিং খান…

ছেলের কাণ্ডে শাহরুখ তারপর যা করলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
aryaan, aryaan shah rukh khan, aryaan NCB, aryaan CBI, aryaan khan choked shah rukh khan, SRK, Shah rukh khan news, srk new update, new update on shah rukh movies, jawaan, jawaan trailer, dunki, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর

শাহরুখ পুত্র আরিয়ান

ছেলের ফ্যাসাদে পড়েছেন এমন অভিনেতা খুব কম আছেন। বিশেষ করে, ছেলেকে একটি টেকনিক শিখিয়ে নিজেই সেই টেকনিকের জালে ফাঁসেন কেউ, তবে? শাহরুখ ফেঁসেছিলেন তাও আবার ছেলে আরিয়ানের কাছে।

Advertisment

সুযোগ পেতেই বাবার শেখানো টেকনিক প্রয়োগ করেই বদলা নিয়েছিলেন তিনি। যেমন? তখন আরিয়ানের বছর দশেক বয়স। শাহরুখের গলা চেপে ধরলেন তিনি। আসলে গলা চেপে ধরেন নি। অ্যাটাক টেকনিক শিখছিলেন আরিয়ান। আর সেটিই প্রয়োগ করছিলেন শাহরুখের ওপর। বাবা শাহরুখ নিজেও শেখাতে গিয়ে বিপদে পড়লেন। একটা সময় এত জোড়ে গলা চেপে ধরল সে...

আরও পড়ুন - বিশ্ব ন্যাকা-বাঙালির কলঙ্ক! ফের আক্রমণের মুখে রান্নাঘরের সুদীপা চট্টোপাধ্যায়

শ্বাস নিতে না পেরে, শাহরুখ মাতে মাতে বলতে থাকেন।  এবং বাবাকে এহেন আচরণ করতে দেখে রীতিমতো আনন্দ নেন ছোট্ট আরিয়ান। ছেলে যে এত শক্ত করে চেপে ধরবেন বুঝতেও পারেননি তিনি। একটা সময় পর, আরিয়ান ছেড়ে দেন বাবাকে। এবং শাহরুখ অভিযোগ করতে গেলেই আরিয়ান এও বলেন, আমি তো তোমায় বলেছিলাম!

উল্লেখ্য, ছেলের সঙ্গে বেজায় ভাল সম্পর্ক তাঁর। আরিয়ানকে এনসিবি কাণ্ডে সবথেকে বেশি সাহায্য করেছিলেন শাহরুখ। বাবা হওয়ার সঙ্গে সঙ্গে ফ্রেন্ড ফিলোসফার হয়েও পাশে ছিলেন তিনি। কিছুদিন আগেই ছেলের নতুন ব্র্যান্ড লঞ্চে সামিল হয়েছিলেন। সামনে, তাঁর পরিচালিত ছবিতে শাহরুখ থাকবেন কিনা এটাই দেখার।

bollywood Entertainment News SRK Birthday
Advertisment