/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/aryaan.jpg)
Aryaan Khan- চর্চিত প্রেমিকার সঙ্গে কী করলেন তিনি?
Aryaan Khan-Larissa Bonesi: ফের একবার শিরোনামে আরিয়ান খান। শেষ কিছুদিন ধরে তাঁকে এবং চর্চিত প্রেমিকাকে নিয়ে নানা কথা হচ্ছে। প্রেমিকা লারিসা বনেসি এখন আলোচনায়। আরিয়ান খানের ( Aryaan Khan ) সঙ্গে নাম জুড়তেই তাঁকে নিয়ে চিরুনি তল্লাশি চলল নেটপাড়ায়।
অভিনেতা শাহরুখ খানের ( Shah Rukh Khan ) পুত্র আরিয়ান খান, মাঝেমধ্যেই আলোচনায় থাকেন। শুধু তাই নয়, তাঁর সঙ্গে মাঝেমধ্যেই নাম জড়ায় বি টাউন তারকাদের। কিন্তু এবার সোজা ব্রাজিলিয়ান সুন্দরীর সঙ্গে তাঁর সম্পর্কের ইঙ্গিত মিলেছে। আর একটি ভিডিওতে চোখেও পড়ল তাই। যেই আরিয়ান কাউকে দেখে হাসা তো দূর, সঠিকভাবে তাকান না পর্যন্ত, সে নাকি হাসছেন।
সম্প্রতি একটি ভিডিওতে দেখা গিয়েছে সেরকমই একটি দৃশ্য। একদম ক্যাজুয়াল পোশাকে আরিয়ান খান। সঙ্গে লারিসা রয়েছেন। আরিয়ানকে দেখা গেল আনন্দ করতে এবং হাসতে। আর লারিসা ( Larissa Bonesi ) চর্চিত প্রেমিকের পেছনে দাঁড়িয়ে ক্রমশই নেচে চলেছেন। মাঝে মধ্যে প্রেমিকাকে দেখেও নিচ্ছেন তিনি। আরিয়ানকে এহেন হাসতে দেখে অবাক অনেকেই।
বহুবছর পর এতটা রিফ্রেশ মুডে দেখা গেল আরিয়ানকে। ড্রাগ কেসে তাঁকে গ্রেফতার করার পর থেকেই আরিয়ান যেন নিজের মধ্যেই আটকে ছিলেন। এদিক ওদিক তাঁকে দেখা গেলেও বেশ রিজার্ভ থাকতেন তিনি। কিন্তু, বর্তমান সময়ে যে বেশ ভাল মুডে আছেন একথা একেবারেই পরিষ্কার।
উল্লেখ্য, আরিয়ানের সঙ্গে লারিসার সম্পর্ক যেমন সুন্দর, তেমনই তাঁর মায়ের সঙ্গেও বেশ সক্ষতা রয়েছে তাঁর। আর এর থেকেও বড় কথা, মডেলের মাকে বহুমূল্য জ্যাকেট গিফট করেছেন আরিয়ান। আরিয়ানের D'Yavol ব্র্যান্ডের মডেল লারিসা। সেই সূত্রেই ঘনিষ্ঠতা আরও বেড়েছে। যদিও এর আগে আরিয়ান খানের নাম জড়িয়েছিল অনন্যা পান্ডের সঙ্গে।