/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/po-1.jpg)
আরিয়ানের নতুন পথ চলা
বলিউডে বিরাট ব্যাপার, সিনে দুনিয়ায় পা রাখতে চলেছেন আরিয়ান খান। বাবার দেখানো পথেই হাঁটতে চলেছেন আরিয়ান? নাকি অন্য কিছু?
নায়ক হিসেবে নয়, বরং পরিচালক হিসেবে অভিষেক ঘটাতে চলেছেন আরিয়ান। সিনেমার স্ক্রিপ্ট লেখা শেষ, এখন শুধুই গল্প বলার পালা। বাবা হিসেবে শাহরুখের ভূমিকাও কিন্তু এক্ষেত্রে অনবদ্য। তাঁর তরফেও সবসময়ই সাহায্য পেয়েছেন আরিয়ান। খুশির মুহুর্ত শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। আরিয়ান লিখলেন, "লেখার পালা শেষ! এবার শুধুই অ্যাকশন বলার অপেক্ষায়"।
রেড চিলিস এর প্রোডাকশনের ব্যানারে কাজ করছেন এও বোঝা গেল ছবি দেখে। কিন্তু বাবা হিসেবে শাহরুখের কী বক্তব্য? দারুণ উচ্ছ্বসিত কিং খান। বললেন, "তোমার ওপর ভরসা ছিল। ভাবনা চিন্তা আর স্বপ্ন দেখার কাজ শেষ। এখন শুধুই ভয়কে জয় করে বাস্তবের দিকে এগিয়ে যাওয়ার সময়। প্রথম কাজের জন্য শুভেচ্ছা, এটা সবসময় খুব কাছের হয়"। ছেলের প্রথম পদক্ষেপের জন্য আনন্দে ফুটছেন শাহরুখ। মা গৌরী খানও জানালেন শুভেচ্ছা, বললেন - "আমরা আর অপেক্ষা করতে পারছি না"।
আরও পড়ুন < ‘বাঙালি বিদ্বেষী’ মন্তব্যের জেরে আরও বিপাকে পরেশ রাওয়াল, FIR দায়ের করল কলকাতা পুলিশ >
গতবছর থেকে হাজার ঝড়ঝাপটা সামলে এখন নতুন শুরুর অপেক্ষায় আরিয়ান। বিতর্ক, মন্তব্য পেরিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তিনি। বোন সুহানা খানও নতুন ছবিতে ডেবিউ করছেন। তবে, শাহরুখ ভক্তদের অনুরোধ আপনার ছবিতে বাবাকে একটা চরিত্রে অবশ্যই রাখবেন। তাহলে, আনন্দের আর সীমা থাকবে না।
বাবার মতো নয়, বরং সবসময়ই পরিচালক হতে চেয়েছেন আরিয়ান। সিনেমার পর্দায় নয়, ক্যমেরার পেছনে থেকেই কাজ করার ইচ্ছে তাঁর। শুধু সেই নয় বরং সইফ পুত্র ইব্রাহিমের ইচ্ছেও ঠিক একইরকম। দাদার সাফল্যে উচ্ছ্বসিত বোন সুহানা। বক্তব্য, "সাবাশ! এগিয়ে যাও আরও"।