/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/10/swara.jpg)
আরিয়ান খানের জামিনে খুশি স্বরা ভাস্কর, সোনু সুদ, উচ্ছ্বসিত গোটা বলিউড
Aryan Khan Bail: আরিয়ান খানের (Aryan Khan) গ্রেফতার নিয়ে সুর চড়িয়েছিলেন। এবার শাহরুখ-পুত্রের জামিনের খবর পেয়েও ততোধিক উচ্ছ্বসিত সোনু সুদ (Sonu Sood)। অতঃপর 'ধর্মের কল যে বাতাসে নড়ে'সেই কথাও হাবেভাবে বুঝিয়ে দিলেন দুঃস্থদের ঈশ্বরের দূত। সোনুর সপাট মন্তব্য, "সময়ই ন্যায়-অন্যায়ের হিসেব করে।" বাদ গেলেন না স্বরা ভাস্করও (Swara Bhasker)। আগে বলেছিলেন, "খুন করেও মন্ত্রীর ছেলে ঠান্ডা ঘরে বসে থাকতে পারে। আর গাঁজা সেবনের দায়ে শাহরুখের ছেলেকে কিনা জেলে যেতে হল! কী পরিণতি নয়া-ভারতের।" এবার আরিয়ানের জামিনের খবর পেয়ে আনন্দে হাততালি দিয়ে প্রায় লাফিয়েই উঠলেন স্বরা।
প্রসঙ্গত, বিগত ৩ অক্টোবর থেকে আরিয়ান খান (Aryan Khan) পুলিশি হেফাজতে। একাধিকবার নাকচ হয়েছে তাঁর জামিনের আবেদন। এদিকে ছেলের চিন্তায় মন্নতে বসে বিনিদ্র রজনী কাটাচ্ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। বদলেছেন আইনজীবীও। তবুও কোনও সুবিধে করতে পারেননি এযাবৎকাল। মঙ্গলবার, বুধবার পরপর ২ দিন আরিয়ানের জামিনের শুনানি বম্বে হাইকোর্টে মুলতুবি রাখা হয়েছে। শেষমেশ বৃহস্পতিবার দুপুরে উচ্চ আদালত স্বস্তির রায় শোনাল কিং খানকে। পঁচিশ দিনের মাথায় মাদককাণ্ডে জামিন পেলেন শাহরুখ-পুত্র। সেই প্রেক্ষিতে শাহরুখের ইন্ডাস্ট্রির সহকর্মী তথা শুভাকাঙ্ক্ষীরা যে বেজায় উচ্ছ্বসিত, তা বলাই বাহুল্য। সোনু সুদ, স্বরা ভাস্কর থেকে শুরু করে হনসল মেহেতা, আনিল শর্মা, সঞ্জয় গুপ্তা, পুলকিত শর্মা সবাই উচ্ছ্বাস প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
समय जब न्याय करता है,
तब गवाहों की जरूरत नहीं होती।— sonu sood (@SonuSood) October 28, 2021
FINALLY ! 👏🏽👏🏽👏🏽👏🏽 https://t.co/2zW4ldEqpW
— Swara Bhasker (@ReallySwara) October 28, 2021
পরিচালক হনসল মেহেতা তো বলেই ফেললেন, "আজ রাতে দেদার মোচ্ছব করব।" সোনু সুদ বললেন, "সময় যখন ন্যায়ের হিসেব করে, তখন প্রমাণের প্রয়োজন পড়ে না।" ওদিকে আরিয়ানের জামিনের খবর শেয়ার করে হাততালি দিলেন স্বরা।
I want to have a blast tonight!
— Hansal Mehta (@mehtahansal) October 28, 2021
<আরও পড়ুন: স্বস্তিতে শাহরুখ, মাদককাণ্ডে আরিয়ান খান-সহ তিন অভিযুক্তের জামিন হাইকোর্টে>
I’m very happy that Aryan Khan has gotten bail but also very upset with a system that kept a young man behind bars for more than 25 days for something he never did.
That has to change!!!
God bless you and be strong Aryan Khan.— Sanjay Gupta (@_SanjayGupta) October 28, 2021
তবে, জামিন পেলেও আজই জেল থেকে ছাড়া পাচ্ছেন না শাহরুখ-পুত্র। অর্থাৎ আরও এক রাত তাঁকে জেলেই কাটাতে হবে। শুক্রবার প্রাসাদোপম মন্নতে যাচ্ছেন তিনি। অতঃপর কিং খান-পুত্রকে স্বাগত জানানোর জন্য মন্নতেও সাজো সাজো রব শুরু হল বলে। অনুরাগীরাও ততোধিক উচ্ছ্বসিত।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন