scorecardresearch

‘ছুটি নিয়ে শুনানিতে কোর্টে যেতাম’, আরিয়ান ঘরে ফেরায় স্বস্তিতে শাহরুখ ফ্যানেরা

Aryan Khan: ‘একজন ছেলে বাড়ি ফিরে মা-বাবার সঙ্গে দীপাবলি পালন করবেন। এর চেয়ে বড় আনন্দের খবর আর কী হতে পারে!’

Aryan Khan’s bail plea, Aryan Khan, Bombay HC, Shah Rukh Khan, NCB Drug Case, আরিয়ান জামিন পেলেন না, আরিয়ান খান মাদক মামলা, বম্বে হাইকোর্ট, bengali news today, aryan khan's bail granted, জামিন পেলেন আরিয়ান খান
ফাইল ছবি

Aryan Khan: জামিন মেলার প্রায় দুই দিন পর ঘর ওয়াপসি হয়েছে আরিয়ান খানের। শনিবার সকালে আর্থার রোড জেল থেকে বান্দ্রার মান্নত পর্যন্ত শাহরুখ অনুরাগীদের জমায়েত ছিল চোখে পড়ার মতোন। রীতিমতো ঢোল-তাসা, শাহরুখ ফ্যান ক্লাবের ব্যানার নিয়ে মান্নতের সামনে জড়ো হয়েছিলেন তাঁরা। তাঁদের অনেকেই মনে করেন, ‘আরিয়ান খানের এতদিন জেলে থাকা উচিত ছিল না।‘ কেউ আবার বলেছেন, ‘পরিবারের দুঃসময়ে প্রার্থনা কাজে লাগে। শাহরুখ ভাইয়ের জন্যও সেই প্রার্থনা করা হয়েছিল।‘

এরই মধ্যে শাহরুখ ফ্যান ক্লাবের একটি পোস্টার শনিবার চোখে পড়ার মতোন ছিল। সেই পোস্টারে উল্লেখ, ‘যার সাফল্যকে আটকানো যায় না, বদনাম করে তাঁকে আটকানো হয়।‘ এই ফ্যান ক্লাবের অন্যতম সদস্য হাজি মুকেশ বলেন, ‘দীপাবলির আগেই আরিয়ান খান ছাড়া পেলেন আমরা খুব খুশি।‘

মুকেশের দাবি, ‘চলতে চলতে আর ডিডিএলজি তাঁর সবচেয়ে ভালো লাগার ছবি।‘ তিনি বলেছেন, ‘একজন ছেলে বাড়ি ফিরে মা-বাবার সঙ্গে দীপাবলি উদযাপন করবেন। এর চেয়ে বড় আনন্দের খবর আর কী হতে পারে!’ দমনের বাসিন্দা, পেশায় ইঞ্জিনিয়ার, জৈন হাসান আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকেই পালা করে মুম্বই এসছেন। যেদিন যেদিন আদালতে জামিন শুনানি চলেছে তিনি ছুটি নিয়ে হাজির ছিলেন। সেই জৈন হাসানের মন্তব্য, ‘আমি মনে করি, কাছের কারও জন্য মন থেকে প্রার্থনা করলে, সেটা কাজে লাগে। মাদকাসক্ত হওয়া মোটেও ভালো নয়। কিন্তু প্রত্যেক অভিযুক্তের উচিত সঠিক ব্যবহার পাওয়া।‘

একইভাবে অপর এক শাহরুখ ফ্যান ক্লাবের সদস্য অপর্ণা অগ্নিহোত্রি বলেছেন, ‘আরিয়ানের এতদিনের জেল হেফাজত মোটেও কাম্য নয়। মানুষের জন্য আইন থাকলে, পেশাদারদের জন্যও কিছু আইন রয়েছে।‘    

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Aryan should have get fair treatment during jail term says srk fans on saturday entertainment