KIFF: পুরোদস্তুর রহস্য - থ্রিলারে ঠাসা, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সেরা আকর্ষণ 'কাল্পনিক'

Kolkata International Film festival: Kiff এর সাত দিনের মধ্যে দুই দিন, এই ছবি দেখানো হবে। পরিচালক অর্ক মুখোপাধ্যায়। অভিনয়ে রয়েছেন, রজতাভ দত্ত, শতাক্ষী নন্দী, এবং অন্যান্য।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
kalponik

Kalponik in KIFF: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'কাল্পনিক'...

Kolkata International Film Festival: আজ থেকে কলকাতায় শুরু হচ্ছে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। প্রতিবছরই চলচ্চিত্র উৎসব নিয়ে, সিনে প্রেমীদের মধ্যে আলাদাই উন্মাদনা থাকে। দেশ-বিদেশের নানা ধরনের ছবি, চলচ্চিত্র উৎসবের সাত দিন, দেখানো হয়ে থাকে। যদি বা প্রতি বছরের মত এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে শোরগোল অনেকটাই কম। কিন্তু যে ছবিটি নিয়ে চর্চা, সেটি হল কাল্পনিক।

Advertisment

Kiff এর সাত দিনের মধ্যে দুই দিন, এই ছবি দেখানো হবে। পরিচালক অর্ক মুখোপাধ্যায়। অভিনয়ে রয়েছেন, রজতাভ দত্ত, শতাক্ষী নন্দী, এবং অন্যান্য। যারা সিনেমা দেখতে পছন্দ করেন, তাদের কাছে কাল্পনিক হয়ে উঠতে পারে অন্যতম বেস্ট অপশন। এই ছবিতে যেমন রহস্য রয়েছে, তেমনি রয়েছে থ্রিলার। অর্ক মুখোপাধ্যায়ের ছবিটি, বেঙ্গলি প্যানারোমা বিভাগে প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত। 

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবি, আসলে এক সাংবাদিকের গল্প। এটা এমন একটা গল্প, যা আধুনিক জীবনে সংস্কৃতি এবং সংঘাতকে তুলে ধরবে। চক্রপানিপুর নামে, ইতিহাসসম্পন্ন একটি গ্রাম। যেখানে বিতর্কিত এক সাংবাদিক, মৈথিলী প্রাচীন মন্দিরের অস্তিত্বের সন্ধানে পৌঁছন। নাটকীয়ভাবে গল্প মোড় নেয়, এমন এক পর্যায়ে যেখানে মৈথিলী জানতে পারেন তার আসার আগের রাতে, অবসরপ্রাপ্ত প্রফেসর রহস্যজনকভাবে মারা গিয়েছেন। কিন্তু তার আসার সঙ্গে এই ভদ্রলোকের মৃত্যুর ঘটনা কি জড়িত? নাকি যে মন্দিরের সন্ধানে তিনি গেছেন, সেই মন্দিরের সম্পর্ক রয়েছে তার সঙ্গে? সেই নিয়ে উঠে আসে প্রশ্ন!

Advertisment

কাল্পনিক দেখাবে সমাজের এমন এক দিক, যেখানে ধর্ম শুধু ক্ষমতার হাতিয়ার। যার পরতে পরতে রাজনীতি, এবং যা তুলে ধরবে সমাজের মানবিক মূল্যবোধ কতটা হারিয়ে গিয়েছে। কোথায় কোথায় কবে দেখানো হবে এই ছবি?

৫ ডিসেম্বর, সন্ধ্যে সাড়ে ছটা থেকে রবীন্দ্র সদনে দেখানো হবে। এবং ১০ ই ডিসেম্বর, নজরুল তীর্থ ২, বিকেল পাঁচটা থেকে দেখানো হবে।

tollywood tollywood news Rajatava Dutta KIFF 2024