/indian-express-bangla/media/media_files/2024/12/30/53iges5AMhMVAJ2Gp7Pd.jpg)
কী এমন কথা বলেছিলেন আশা? Photograph: (file Photo)
কিংবদন্তি প্লেব্যাক গায়িকা আশা ভোঁসলে তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য আইকনিক গান উপহার দিয়েছেন। এর মধ্যে "রাত আকেলি হ্যায় বুজ গায়ে দিয়ে" এবং "দম মারো দম" শ্রোতাদের কাছে বিশেষভাবে স্মরণীয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই গানগুলো ঘিরে কিছু অজানা উপাখ্যান শেয়ার করেছেন।
আগামীকাল তাঁর জন্মদিন। যে কিংবদন্তিরা আজও আছেন, তাঁদের মধ্যে একজন আশা। কিছুদিন আগেই তিনি শেয়ার করেছিলেন, যে দেব আনন্দ একসময় হরে রাম হরে কৃষ্ণ (১৯৭১) ছবির থেকে 'দম মারো দম' গানটা বাদ দেওয়ার সিদ্ধান্ত পর্যন্তও নিয়েছিলেন।
দেব আনন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে স্মৃতিচারণ করে আশা বলেন, “দেবজি সবসময় নতুন নায়িকাদের লঞ্চ করতেন- জিনাত আমান, টিনা মুনিম (বর্তমানে টিনা আম্বানি)। আমি প্রায়ই তাকে মজা করে বলতাম, ‘আমার সুযোগ কবে আসবে?’
তিনি আরও জানান, জুয়েল থিফ ছবির “রাত আকেলি হ্যায়” গাওয়ার আগে দেব আনন্দ নিজে তাকে ব্রিফ করেছিলেন। তিনি শুধু অভিনয় না, বরং দেখা যায় তিনি গান থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড মিউজিক সবদিকেই নজর দিতেন তিনি। আশার কথায়, "তিনি আমাকে বলেছিলেন, এই গানটি এমন করে গাও যেন তুমি ১৮ বছরের এক মেয়ে।"
আশা ভোঁসলে বলেন, 'দম মারো দম' গানের ভাবনা এসেছিল আরডি বর্মণ ও গীতিকার আনন্দ বক্সীর মাথা থেকে। নেপালে হিপ্পি সংস্কৃতি দেখে অনুপ্রাণিত হয়ে। কিন্তু গানের শব্দচয়নকে কেন্দ্র করে আপত্তি ওঠায় দেব আনন্দ প্রথমে এটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।
আশা জানান, "গান রেকর্ড করার পর আমরা তো ভীষণ খুশি ছিলাম। কিন্তু দেব আনন্দজি বললেন তিনি গানটি ছবিতে রাখবেন না, কারণ তিনি চাননি ‘দম মারো দম’ ও ‘হরে কৃষ্ণ হরে রাম’ শব্দ একসঙ্গে আসুক। তখন আমি তাকে বললাম, ‘ইয়ে গানা বহুত চলনে ওয়ালা হ্যায়।’ আমার কথাতেই শেষ পর্যন্ত তিনি গানটি রেখে দেন।"