Advertisment
Presenting Partner
Desktop GIF

Asha Bhonsle: ৯১ এও অপ্রতিরোধ্য আশা ভোঁসলে, ২৭ বছরের ছেলেকে টেক্কা দেবেন একাই, রইল ভিডিও...

Asha bhonsle Perform tauba tauba: প্রসঙ্গে আশা ভোঁসলে। তিনি যে কত বড় মাপের শিল্পী, সেকথা সারা বিশ্ব জানে। তিনি ভারতীয় সঙ্গীতকে অন্যমাত্রায় নিয়ে গিয়েছেন। শুধু ক্লাসিক্যাল না, বরং বলিউড মিউজিক থেকে কাওয়ালি এবং সবধরনের গান গেয়েছেন তিনি...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
asha bhonsle perform tauba tauba

আশা ভোঁসলের গান শুনে চমকে যেতে হয়! Photograph: (file Photo)

সবসময় দেখা গিয়েছে, একজন বর্ষীয়ান শিল্পীর গান গাইছেন অল্প বয়সীরা কিংবা উঠতি তারকারা। সেখানেই দেখা গেল উল্টো পুরান। এমন এক কিংবদন্তি শিল্পী, যদি সাম্প্রতিক এক মিউজিসিয়ান এর গাওয়া গান গেয়ে থাকেন, এ নিতান্তই সহজ ঘটনা নয়।

Advertisment

প্রসঙ্গে আশা ভোঁসলে। তিনি যে কত বড় মাপের শিল্পী, সেকথা সারা বিশ্ব জানে। তিনি ভারতীয় সঙ্গীতকে অন্যমাত্রায় নিয়ে গিয়েছেন। শুধু ক্লাসিক্যাল না, বরং বলিউড মিউজিক থেকে কাওয়ালি এবং সবধরনের গান গেয়েছেন তিনি। আর তাঁর গান মানে আইকনিক কিছু সুর। শিল্পী এতবছর নিজের গানের মাধ্যমে মনোরঞ্জন করে চলেছেন। কিন্তু ৯১ বছর বয়সেও তিনি অপ্রতিরোধ্য।

আশা ভোঁসলে কতটা ভার্সেটাইল সেকথা প্রমাণিত যখন তিনি ভিকি কৌশলের তওবা তওবা গান গেয়ে মঞ্চ কাঁপিয়ে দিলেন। এই বয়সেও গলায় যেমন সুর, তেমনই দক্ষতা। আর তাঁর এই ভিডিও নজর এড়ায়নি, গানের গায়ক এবং কম্পজার করণ আঁজলা। তিনি তাঁর সমাজ মাধ্যমে এই ভিডিও শেয়ার করেছেন এবং লিখছেন, আমার যখন ২৭ বছর বয়স, তখন আমি এই গানটা লিখেছিলাম। আর আশা জি, তাঁর ৯১ বছর বয়সে এই গানটা গাইলেন। এবং আমার থেকে অনেক ভাল গাইলেন।

Advertisment

তাঁর সঙ্গে সঙ্গে জীবন্ত সংগীতের দেবীর উদ্দেশ্যে তিনি লিখলেন, "আশা জি, আপনি সংগীতের ঈশ্বর। আপনি যে ভাবে গানটা গাইলেন, এই গানটা আমার লেখা, আমি একজন গ্রামের ছেলে হিসেবে দেখে আপ্লুত। কোনও মিউজিক ব্যাকগ্রাউন্ড ছিল না। এবং আমার মত একজন যার কোনও বাদ্যযন্ত্র বাজানোর অভিজ্ঞতা নেই। এই গানটা অনেক ভালবাসা পেয়েছে। শুধু সাধারণ মানুষ না, বরং সঙ্গীত বিশেষজ্ঞদের কাছ থেকেও। কিন্তু এই মুহূর্তটা খুব আইকনিক। এবং আমি জীবনে ভুলব না।"

শিল্পী এখানেই থামলেন না বরং তিনি কতটা খুশি হয়েছেন সেকথাই সাফ জানিয়েছেন। তিনি যে এধরনের ভিডিও দেখে অনুপ্রেরণা পান আরও ভাল কাজ করার, সেকথাই জানিয়েছেন।

 

Asha Bhosle bollywood Bollywood Celeb Home
Advertisment