Asha Bhonsle Death Rumor: 'আমি গাইতে গাইতেই চলে যেতে চাই..', কিছুদিন আগেই ইচ্ছে প্রকাশ করেছিলেন আশা?

Asha Bhonsle: দিদি লতা মঙ্গেশকর মারা গিয়েছিলেন ২০২২ সালে। তাঁর সঙ্গে সবসময় হেলদি একটা প্রতিযোগীতা থাকত আশার। গানের পরিবারে জন্ম। ছোট থেকেই গান দেখে এবং শিখে বড় হয়েছেন। একবার জানিয়েছিলেন…

Asha Bhonsle: দিদি লতা মঙ্গেশকর মারা গিয়েছিলেন ২০২২ সালে। তাঁর সঙ্গে সবসময় হেলদি একটা প্রতিযোগীতা থাকত আশার। গানের পরিবারে জন্ম। ছোট থেকেই গান দেখে এবং শিখে বড় হয়েছেন। একবার জানিয়েছিলেন…

author-image
IE Bangla Entertainment Desk
New Update
asha bhonsle perform tauba tauba

কী এমন কথা বলেছিলেন আশা? Photograph: (file Photo)

Asha Bhonsle Death Rumor: আশা ভোঁসলের মৃত্যুর খবরে তোলপাড়। একটি ফেসবুক একাউন্ট থেকে হঠাৎ করেই পোস্ট করা হয়, কিংবদন্তি শিল্পী নাকি প্রয়াত। এবং সেই খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন ভক্তরা। বর্তমানে যে, স্বর্ণযুগের যে শিল্পীরা আছেন, তাঁর মধ্যে আশা ভোঁসলে অন্যতম। সেই কিংবদন্তির মৃত্যু! চারিদিক তোলপাড় পরে গেল। কিন্তু, আদৌ এই ঘটনা সত্যি? এই প্রসঙ্গে তাঁর ছেলে মুখ খুলেছেন।

Advertisment

দিদি লতা মঙ্গেশকর মারা গিয়েছিলেন ২০২২ সালে। তাঁর সঙ্গে সবসময় হেলদি একটা প্রতিযোগীতা থাকত আশার। গানের পরিবারে জন্ম। ছোট থেকেই গান দেখে এবং শিখে বড় হয়েছেন। একবার জানিয়েছিলেন, তাঁর দিদি নাকি একেবারেই তাঁর গান শুনতেন না। কিন্তু, আজ যখন তাঁর মৃত্যুর খবর ছড়িয়েছে, তখন সঙ্গীতমহলে ভীষণ উদ্বিগ্নতা। তাঁর ছেলে জানিয়েছেন, এই খবর একেবারেই মিথ্যে। ভিত্তিহীন এই খবরের যৌক্তিকতা নেই। তবে, একবার নিজেই নিজের মৃত্যুর কথা প্রকাশ করেছিলেন আশা।

 Bollywood Legendary Director: সাজানো সংসার ভেঙেছিলেন! বয়সে বড় পরিচালককে ঠিক কী কারণে বিয়ে করেন অভিনেত্রী?

Advertisment

বয়স প্রায় ৮২.. আর জে আনমলের ইউটিউব চ্যানেলে নিজেই নিজের মৃত্যুর প্রসঙ্গে বলেছিলেন। কীভাবে চলে যেতে চান তিনি, জানিয়েছিলেন সেই ইচ্ছের কথা। প্রখ্যাত মিউজিক কম্পোজার, রাহুল দেব বর্মনকে বিয়ে করেছিলেন তিনি। জানিয়েছিলেন, তাঁর মতো সহজ সরল মানুষ আর দুটো দেখেননি। এমনকি, এও বলেছিলেন, রাহুল যে ধরনের মানুষ ছিলেন, তাঁকে কেউ না ভালবেসে থাকতেই পারবেন না।  পঞ্চম বলে ডাকতেন বর্মন সাহেবকে। তবে, নিজেই নিজের ইচ্ছে ও মৃত্যুর প্রসঙ্গে তিনি বলেছিলেন...

"প্রতিটা মা চায় সন্তান ভাল থাকুক। আর আমি চাই ঈশ্বর যেন এমন করেন আমি গাইতে গাইতে চলে যাই। আমার আর কিছু চাওয়ার নেই। আমার আর নতুন করে কিছু শেখার নেই।  আমি আর শিখে কী করব? গান আমার জীবন। মন দিয়ে গান গেয়েছি। ৩ বছর বয়স থেকে ক্লাসিক্যাল গাইতে শুরু করেছিলাম বাবার হাত ধরে। পুরো জীবনটা চলে গেল এতেই। এবং এখন আমার এই একটাই ইচ্ছে, গাইতে গাইতে যেন আমার শেষ নিঃশ্বাস পড়ে।"

   

Entertainment News Entertainment News Today Asha Bhosle