৮৭ তে পা রাখলেন আশা ভোঁসলে

প্রথম কয়েক বছর কঠিন ছিল সংগ্রাম।

প্রথম কয়েক বছর কঠিন ছিল সংগ্রাম।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আশা ভোঁসেল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির একটি অনির্বাচিত শীতল ব্যক্তিত্ব পাশাপাশি রকস্টারের মতো সঙ্গীত পরিবেশনাতেও তিনি সিদ্ধহস্ত। আজও তার যৌবনের প্রফুল্লতা দেখে, সহজেই ভুলে যাওয়া যায় যে ভোঁসলে আজ ৮৭ বছর বয়সে পা রাখলেন।

Advertisment

'এভারগ্রীন' আশা ভোঁসলে প্রায় সাত দশক ধরে হিন্দি ছবিতে প্লেব্যাক গাইছেন। তিনি ২০ টি বিভিন্ন ভাষায় ১১,০০০ এরও বেশি গান রেকর্ডিংয়ের জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে প্রবেশ করেছেন। বলিউডে তার রেকর্ডের কাছে এখনো কেউ পৌঁছতে পারেননি। তবুও, জীবনের বেশিরভাগ সময়ই তাকে দ্বিতীয় স্থানে মোকাবেলা করতে হয়েছিল, লতা মঙ্গেশকরের বটগাছের বিশাল ছায়ায় মধ্যেই থাকতে হয়েছে তাকে।

প্রথম দিকে লতা মঙ্গেশকরের বোন হিসেবেই পরিচিতি ছিল আশা ভোঁসলে। তিনি লতা মঙ্গেশকারের বহুজাতিক মহিমার বিপরীতে তাঁর অত্যন্ত স্বতন্ত্র শৈলীকে তুলে ধরেছিলেন। প্রথম কয়েক বছর কঠিন ছিল সংগ্রাম।

Read the full story in English