দুই বোনের মধ্যে সম্পর্ক ঠিক কেমন হয়? আশা ভোঁসলে এবং লতা মঙ্গেশকরের মধ্যে ঠিক যেমন খুনসুটি ছিল, তেমনই ভালবাসা ছিল দেখার মত। বোন আশাকে মাঝেমধ্যেই তিনি উপহার দিতেন। শুধু একটি জিনিস ছাড়া...
আশা ভোঁসলে বরাবর লতার অন্ধ ভক্ত। দিদিকে না শুনিয়ে আজ অবধি গান গাইতে তাঁকে দেখা যায়নি। এমনকি, যতক্ষণ না পর্যন্ত দিদি তাঁর গান শুনতেন তিনি শান্ত হতেন না। মৃত্যুর মাস ছয়েক আগে, আশাকে একটি জিনিস চাইতে বলেছিলেন তিনি। আর দিদির কাছে এক বহুমূল্য জিনিস চেয়েছিলেন তিনি। একটি সই করা শাড়ি। কিন্তু, সবকিছুর মাঝে একটা জিনিষ দিতে চাইতেন না লতা মঙ্গেশকর।
লতার পশুপ্রেম ছিল সাংঘাতিক। নিজের বাড়িতে অন্তত অনেকগুলি কুকুরছানা ছিল তাঁর। আর তাঁদের প্রতি যে ভালবাসা ছিল সেটাও ছিল দেখার মত। প্রায় নয়টি কুকুর ছিল। কিন্তু সেগুলি, একটাও দিতেন না লতা। আশা হাসতে হাসতেই বলেন...
আরও পড়ুন - Rihanna-Ambani Wedding: আম্বানির বিয়েতে নাচবেন বলে এত বাক্স! জামনগরে সারাজীবন থাকার বন্দোবস্ত করছেন রিহানা?
"ওর বাড়িতে ৯টা কুকুর ছিল। কাউকে দিত না। তাদের বাচ্চা হত আর ও রেখে দিত। আর আমি একটু ভয় পেতাম ওদের। পায়ের কাছে এলেও বলতাম হুশ হুশ, যাও যাও। আর দিদি রেগে যেত। বলত, তুই খারাপ, তুই খুব খারাপ। তুই কুকুরদের একেবারেই ভালবাসিস না। এই একটা বিষয়েই আমাদের মধ্যে ঝগড়া হতো। এমন মিশি ঝগড়াই হত।"
প্রসঙ্গত, দিদিকে নিয়ে কিছু বলতে গেলেই প্রথমে হাসতে শুরু করেন তিনি। ছোটবেলার সেসব স্মৃতি ভেসে আসে তাঁর কাছে। একবার বলেছিলেন, ভারতরত্নকে নিয়ে কিছু বলা আমার শোভা পায় না। এমনও বলতেন, দিদির গান গাওয়া খুব কষ্টের। খুব শক্ত গান গায় ও।