বর্তমান প্রজন্মের সিনেমায় পুরনো গানের ব্যাবহার অনেকেই একদম পছন্দ করেন না। শুধু তাই নয়, বলিউডে রিমিক্স - যেন শুনলেই রে রে করে ওঠেন অনেকে। যদিও, ঝুমকা গিরা রে গানের রিমিক্স ভার্সন হিসেবে ওয়াট ঝুমকা বেশ মন কেড়েছে দর্শকদের।
অনেকেই বলেছিলেন, প্রীতম এই প্রথম কোনও পুরনো গানের সঙ্গে জাস্টিস করলেন। কিন্তু, নিজের গানকে রিমিক্সের ছন্দে ভাসতে দেখে মোটেই খুশি নন আশা ভোঁসলে। সম্প্রতি, তিনি এই বিষয়টিকে নিয়েই মুখ খুলেছেন। স্পষ্ট জানিয়েছেন, পুরনো গানের কারণেই আজও বলিউড মাতোয়ারা। এখনকার পরিচালকের মধ্যে নতুন গান বানানোর কোনও ক্ষমতা নেই।
পুরনো সব গানের রিমিক্স বানিয়ে সেই গান অনেক ছবিতেই ব্যবহার করা হচ্ছে। আশার কথায়, "বর্তমানে যে ওয়াট ঝুমকা গানটি এত জনপ্রিয়তা পেয়েছে এর আসল ভার্সন মেরা সায়া ছবিতে আমি গেয়েছিলাম। এখনকার সঙ্গীত পরিচালকদের নিজস্ব কিছু করার ক্ষমতা নেই, তারা ক্লাসিক বানাতে পারেন না। নতুন কিছু করুন, তাহলেই তো ভাল।" এখানেই শেষ নয়। স্মৃতি ঘেঁটে তিনি জানালেন, তখন একটি গানের সঙ্গে জড়িয়ে থাকত অনেককিছুই। চলত চর্চা এবং লড়াই। বললেন...
আরও পড়ুন - তিন বছরের সম্পর্কের ছেদ! তাঁর ‘সোনা’র হাত ছাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া
"সিনেমায় একটি গান বানানোর আগে রীতিমত ঝগড়া করতেন গীতিকার এবং সুরকাররা। প্রতিটা শব্দের জন্য লড়াই চলত। কেউ বলত এটা চলবে না, আবার কেউ বলত এটা না। শুধু যে গায়ক গায়িকারা এমন নয় বরং সিনেমাটোগ্রাফার থেকে নায়ক নায়িকাদের ভাবনায় থাকত কী করে একটা গানকে সুন্দর করে ফুটিয়ে তোলা যায়।"
প্রসঙ্গত, কিছুদিন আগেই আশা নিজেকে ইন্ডাস্ট্রির মুঘল বলে দাবি করেছিলেন। বলেছিলেন, এই সিনে ইন্ডাস্ট্রির বুকে সকলের ইতিহাস রহস্য সব তিনি জানেন।