/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/Ashiesh-Roy-759.jpg)
সসুরাল সিমর কা এবং রাজা নটবরলাল খ্যাত অভিনেতা আশিষ রায় গুরুতর অসুস্থ, ভর্তি মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে। আর্থিক দিক থেকে সমস্যা রয়েছে তাঁর। সোশাল মিডিয়ায় অভিনেতা লেখেন, ''আমি আইসিইউতে....ভীষণ অসুস্থ। ডায়লিসিস চলছে।'' তারপরেই আরও একটি পোস্টে তিনি লেখেন, ''ডায়ালিসিসের জন্য আপনাদের অর্থনৈতিকভাবে সাহায্য প্রয়োজন''
মঙ্গলবার পরিচালক হনসল মেহতা টুইটারে সিনেমার সিনে ও টেলিভিশন আর্টস্ট অ্যাসোসিয়েশন এবং ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িসকে আশিষ রায়ের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন।
আরও পড়ুন, রাজ-শুভশ্রীর আবাসনে করোনা হানা, আতঙ্কে আবাসনের বাকি তারকারাও
তিনি টুইটে লেখেন, ''অভিনেতা আশিষ রায় (বন্ড) গুরুতর অসুস্থ এবং আইসিইউতে ভর্তি। ফেসবুকে আর্থিকভাবে সাহায্যের কথা জানিয়েছেন তিনি। আমি যা যা করতে পারতাম করেছি। সিনে ফেডারেশনকে কি অভিনেতার সাহাযার্থে কিছু করতে পারে?''
Actor Ashish Roy (Bond) is seriously ill, on dialysis and in the ICU. He has appealed for financial help on FB. I'm doing all I can to help. Can industry associations also help the ailing actor? @sushant_says@ashokepandithttps://t.co/d8qpAan1VK
— Hansal Mehta (@mehtahansal) May 19, 2020
অভিনেতা সুশান্ত সিংকে ট্যাগ করেছেন হনসল মেহতা। সুশান্ত সিং সিনে ও টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং আশোক পন্ডিত ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িসের সাধারণ সম্পাদক।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন