Indias Got Latent Row: 'কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি', 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' বিতর্কে চোখে জল ইউটিউবার আশিষের

Ashish Chanchlani: 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' বিতর্কে নাম জড়িয়েছে ইউটিউবার আশিষ চঞ্চলানির। ভিডিওবার্তায় অনুরাগীদের উদ্দেশে কী বললেন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' বিতর্কে চোখে জল ইউটিউবার আশিষের

'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' বিতর্কে চোখে জল ইউটিউবার আশিষের

Ashish Chanchlani Indias Got Latent :রিয়্যালিটি শো ইন্ডিয়া'জ গট ল্যাটেন্ট-এ বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিলেন ইউটিউবার রণবীর  এলাহবাদিয়া। মা-বাবার সঙ্গম সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের জল গড়িয়েছে সর্বোচ্চ আদালত পর্যন্ত। বেশ কিছুদিনের জন্য 'দ্য রণবীর শো'-র উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অবশেষে রণবীরের 'রুজিরুটির' কথা ভেবে শো শুরুর শর্তসাপেক্ষ অনুমতি দিল সর্বোচ্চ আদালত। শুনানির সময় রণবীর বেঞ্চের কাছে আবেদন করেন তাঁর পডকাস্ট, দ্য রণবীর শো সম্প্রচারের অনুমতি দেওয়া হোক। কারণ এই শো-ই তাঁর আয়ের একমাত্র উৎস।

Advertisment

আপাতত সুপ্রিম নির্দেশে খানিক স্বস্তিতে বিয়ারবাইসেপস' রণবীর এলাহবাদিয়া। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আরও একবার জনপ্রিয় ইউটিউবার আশিষ চঞ্চলানির ভিডিও। তিনিও ওই শোয়ের অংশ ছিলেন। সেই জন্য সমস্যার সম্মুখীন হতে হয়েছে আশিষকেও। চোখে জল নিয়ে  আবেগপ্রবণ ভিডিও পোস্ট করে সকলকে পাশে থাকার কাতর আর্জি জানালেন আশিষ চঞ্চলানি। 

রণবীরের বিতর্কিত প্রশ্নের খেসারত দিতে হচ্ছে তাঁকেও। ভিডিওবার্তায় আশিষ বলেন, 'হ্যালো বন্ধুরা। তোমরা সবাই কেমন আছ? তোমাদের সকলের মেসেজ আমি পড়েছি। সবকিছু ঠিকঠাকই চলছে। আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে কথা বলব, গল্প করব। কিন্তু, এখন তো বুঝতে পারছি না কখন গল্প করব, কী বলব। আমরা এই পরিস্থিতির সঙ্গে লড়াই করছি। কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই পরিস্থিতি আমাদের অনেক কিছু শিখিয়ে দিল। এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা পেলাম। তোমাদের কাছে একটাই  আর্জি, আমার পরিবারের পাশে থেকো। আমার জন্য একটু প্রার্থনা কর। আমি বা আমরা যখনই কামব্যাক করি নতুন করে লড়াই শুরু করব। আমাদের পাশে থেকো। আমরা কঠোর পরিশ্রম করব। আমি পরিশ্রম করতে ভয় পাই না।'

Advertisment

ইন্ডিয়া'জ গট ল্যাটেন্ট মামলায় থানায় হাজিরাও দিয়েছেন আশিষ। পুলিশের তদন্তে সবরকম সাহায্য করছেন। শো সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়েছেন আশিষ চঞ্চলানি। দীর্ঘ চার ঘণ্টা রণবীর ও আশিষকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। এই ঘটনায় ভেঙে পড়েছেন তিনি। আশিষের চোখে জল দেখে মন খারাপ তাঁর অনুরাগীদের। আশিষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ভক্তরা। 

India’s Got Talent Youtuber viral youtuber reality show