আমার কি দুঃখে মরে যাওয়া উচিত? দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার পর থেকেই কটাক্ষের শিকার আশিস বিদ্যার্থী। ছেঁকে ধরছেন নেটমাধ্যমের দর্শকরা। কিন্তু এত বিদ্বেষ কেন? প্রশ্ন করছেন অভিনেতা।
৫৭ বছর বয়সে দ্বিতীয়বারের মত বিয়ের পিঁড়িতে বসেছেন আশিস বিদ্যার্থী। রূপালী বড়ুয়ার সঙ্গে কলকাতায় গাঁটছড়া বেঁধেছেন তিনি। তারপর থেকেই হাজারো প্রশ্ন ঘিরে ধরেছে তাঁকে। কখনও তাঁর বয়স নিয়ে, আবার কখনও প্রাক্তনকে ছেড়ে নতুন সম্পর্ক শুরুর কারণে। তবে, সমস্ত ঘটনায় বেশ হতচকিত আশিস। এবার সোজা প্রশ্ন ছুঁড়লেন।
আরও পড়ুন < ‘আমরা দোষী! ছেলেকে বলা কঠিন ছিল’, দ্বিতীয় বিয়ের পরেই ডিভোর্স নিয়ে মুখ খুললেন আশিস >
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অশান্তির শেষ নেই। অকথ্য সব ভাষা প্রয়োগ করা হচ্ছে তাঁর বিরুদ্ধে। কেউ বলছে বুড়ো বয়সে ভীমরতি আবার কেউ বলছেন, কুজোর শখ হয় চিৎ হয়ে শোয়ার। এতসব যেন আর নিতে পারছে না তিনি। বললেন, "বৃদ্ধ হয়ে গেছি বলে কি বাঁধা পরে গিয়েছে? সবথেকে অবাক লাগে আমাদের যারা বয়স্ক বলে তাদের এমনই মানসিকতা যে আমরা নাকি সবকিছু একে অন্যকে ছড়িয়ে দি। আমাদের মধ্যে এমনিই একটা ভয় কাজ করে, যে আমাদের বয়স বাড়ছে। খালি নিজেদের বলতে থাকি, তুমি বুড়ো হচ্ছ! এটা ওটা করতে নেই। এখন কি এটার অর্থ আমায় অসুখী অবস্থায় মরে যাব নাকি? কারওর যদি একটা মানুষের সান্নিধ্য লাগে? তবে কেন নয়?"
আরও পড়ুন < তাঁর দৃষ্টি ছিল সাংঘাতিক! ফেলুদা হিসেবে কোনদিকে নজর দিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়? >
আরও পড়ুন < জয়জিতের সংসারে আগুন লাগাচ্ছেন রচনা! ভয়ঙ্কর অভিযোগের আঙুল অভিনেত্রীর দিকে… >
প্রায় বছর দুয়েক ধরেই রূপালীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। পরিবারের বেশ কিছু কাছের মানুষকে সাক্ষী রেখে বিয়ে সেরেছেন তাঁরা। সূত্রের খবর, ছেলে অর্থর সম্মতি ছিল বিয়ের ব্যাপারে। তবে, অভিনেতার সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া কম চলছে না।
'আমার কি মরে যাওয়া উচিত?' বিয়ের পর থেকেই চূড়ান্ত অশান্তি, নাজেহাল আশিস বিদ্যার্থী!
বিয়ের পর থেকেই যত ঝামেলা! শান্তির খোঁজ করছেন অভিনেতা?
Follow Us
আমার কি দুঃখে মরে যাওয়া উচিত? দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার পর থেকেই কটাক্ষের শিকার আশিস বিদ্যার্থী। ছেঁকে ধরছেন নেটমাধ্যমের দর্শকরা। কিন্তু এত বিদ্বেষ কেন? প্রশ্ন করছেন অভিনেতা।
৫৭ বছর বয়সে দ্বিতীয়বারের মত বিয়ের পিঁড়িতে বসেছেন আশিস বিদ্যার্থী। রূপালী বড়ুয়ার সঙ্গে কলকাতায় গাঁটছড়া বেঁধেছেন তিনি। তারপর থেকেই হাজারো প্রশ্ন ঘিরে ধরেছে তাঁকে। কখনও তাঁর বয়স নিয়ে, আবার কখনও প্রাক্তনকে ছেড়ে নতুন সম্পর্ক শুরুর কারণে। তবে, সমস্ত ঘটনায় বেশ হতচকিত আশিস। এবার সোজা প্রশ্ন ছুঁড়লেন।
আরও পড়ুন < ‘আমরা দোষী! ছেলেকে বলা কঠিন ছিল’, দ্বিতীয় বিয়ের পরেই ডিভোর্স নিয়ে মুখ খুললেন আশিস >
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, অশান্তির শেষ নেই। অকথ্য সব ভাষা প্রয়োগ করা হচ্ছে তাঁর বিরুদ্ধে। কেউ বলছে বুড়ো বয়সে ভীমরতি আবার কেউ বলছেন, কুজোর শখ হয় চিৎ হয়ে শোয়ার। এতসব যেন আর নিতে পারছে না তিনি। বললেন, "বৃদ্ধ হয়ে গেছি বলে কি বাঁধা পরে গিয়েছে? সবথেকে অবাক লাগে আমাদের যারা বয়স্ক বলে তাদের এমনই মানসিকতা যে আমরা নাকি সবকিছু একে অন্যকে ছড়িয়ে দি। আমাদের মধ্যে এমনিই একটা ভয় কাজ করে, যে আমাদের বয়স বাড়ছে। খালি নিজেদের বলতে থাকি, তুমি বুড়ো হচ্ছ! এটা ওটা করতে নেই। এখন কি এটার অর্থ আমায় অসুখী অবস্থায় মরে যাব নাকি? কারওর যদি একটা মানুষের সান্নিধ্য লাগে? তবে কেন নয়?"
আরও পড়ুন < তাঁর দৃষ্টি ছিল সাংঘাতিক! ফেলুদা হিসেবে কোনদিকে নজর দিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়? >
আরও পড়ুন < জয়জিতের সংসারে আগুন লাগাচ্ছেন রচনা! ভয়ঙ্কর অভিযোগের আঙুল অভিনেত্রীর দিকে… >
প্রায় বছর দুয়েক ধরেই রূপালীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। পরিবারের বেশ কিছু কাছের মানুষকে সাক্ষী রেখে বিয়ে সেরেছেন তাঁরা। সূত্রের খবর, ছেলে অর্থর সম্মতি ছিল বিয়ের ব্যাপারে। তবে, অভিনেতার সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া কম চলছে না।