/indian-express-bangla/media/media_files/2025/08/27/asish-2025-08-27-16-27-11.jpg)
যা হয়েছিল তাঁর সঙ্গে...
অভিনেতা আশীষ বিদ্যার্থী কয়েক দশক ধরে ভারতের নানা প্রান্তে, নানা ভাষায় নানা সিনেমায়, অভিনয় করে আসছেন। ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে স্নাতক শেষ করে তিনি দিল্লির মঞ্চনাটক দিয়ে নিজের যাত্রা শুরু করেন, পরে বড় পর্দায় কাজের স্বপ্ন নিয়ে মুম্বই পাড়ি দেন। অল্প কিছুদিনের মধ্যেই গোবিন্দ নিহালানির দ্রোহকাল ছবিতে প্রশংসিত অভিনয়ের মাধ্যমে তিনি আত্মপ্রকাশ করেন।
অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেও, সে সময়ও সংসার চালানো তাঁর কাছে বড় চ্যালেঞ্জ ছিল। নিহালানি তাঁকে সাফল্য উদযাপনে পার্টি দেওয়ার পরামর্শ দিলে তিনি চিন্তায় পড়েন। কীভাবে এত খরচ সামলাবেন? তখন তিনি ভাড়া বাড়িতে থাকেন আর বাবা-মায়ের দেখাশোনার দায়ও তাঁর কাঁধে। তিনি মনের মধ্যে কল্পনা করছিলেন, পুলিশ এসে তাঁকে ধরবে!
সিদ্ধার্থ কান্নানের এক সাক্ষাৎকারে আশীষ স্মৃতিচারণ করে বলেন, “জাতীয় পুরস্কার জেতার পর গোবিন্দজি আমাকে মেইনল্যান্ড চায়না রেস্তোরাঁয় পার্টি করতে বলেন। জায়গাটা আমি শুধু বাইরে থেকে দেখেছি, কখনও ভেতরে পা রাখিনি। পার্টি বুক করার মতো সামর্থ্যই ছিল না। সত্যি বলতে, তখন আমার হাতে একটাও টাকা ছিল না। শেষমেশ এক বন্ধু নিয়ে সেখানে যাই, আর সে-ই আমাকে বলল চিন্তা না করতে, কোনোভাবে ব্যবস্থা হবে।”
তিনি আরও জানান, “সেই দিন আমি আক্ষরিক অর্থে এক গ্লাস জলে কিছু লেবু মিশিয়ে ছিলাম, যাতে ভদকা না খেয়ে বিল না বাড়ে। আমি শুধু নিরামিষ খাচ্ছিলাম। অথচ সেদিন সবাই দেদার মদ খেল, মাংস খেল—কেউ বলেনি যে তারা খেতে পারছে না। আমার কাছে সেটা জীবনের সবচেয়ে ভয়াবহ দিনের একটি ছিল। একসময় চুপিচুপি গোবিন্দজিকে বললাম, 'আমাকে কি সারা জীবন বাসন মাজতে হবে? পুলিশ ডাকবে না তো?'”
শেষ পর্যন্ত স্বস্তি মেলে। চলচ্চিত্র নির্মাতা নিজেই জানিয়ে দেন যে পার্টির সব খরচ তিনিই বহন করবেন। আশীষ বলেন, "পকেটে এক পয়সা নেই, অথচ এমন বিলাসী পরিবেশে দাঁড়িয়ে আছেন- এই বৈপরীত্যই ইন্ডাস্ট্রির আসল রূপ।"
জাতীয় পুরস্কার জেতার পরও আশীষের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল বাবা-মায়ের দায়িত্ব ও সংসার চালানো। তাই যা কাজ পেয়েছেন, তাই করেছেন। বহু বছর তিনি মিঠুন চক্রবর্তী অভিনীত বি-গ্রেড ছবিতেও অভিনয় করেছেন, কারণ সেই ছবিগুলিই তাঁর বিল মেটাত। সম্প্রতি তাঁকে প্রাইম ভিডিওর দ্য ট্রেইটার্স শোতে দেখা গিয়েছেন এবং তাঁর ফুড ভ্লগ তাঁকে সোশ্যাল মিডিয়ায় বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছে।