/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/ashish.jpg)
পরিচয় ভুলে গেলেন আশিস বিদ্যার্থী!
অভিনেতা আশিস বিদ্যার্থীর কি আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে? যাকে পারছেন তাঁকেই জিজ্ঞেস করছেন আমার নাম কী? কোনও সমস্যা নাকি অভিনেতার সত্যিই নিজের পরিচয় নিয়ে সমস্যা হচ্ছে?
অভিনেতা গতবছর থেকে আলোচনায়। কারণ তাঁর দ্বিতীয় বিয়ে। ৫৮ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করেই তিনি শিরোনামে ছিলেন। যে কারণে, তাঁকে নানা সমালোচনা পর্যন্ত শুনতে হয়। কিন্তু এবার তিনি প্রকাশ্যে সকল্কের কাছে নিজের নাম জানতে চাইলেন।
একজন অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন ট্র্যাভেল এবন ফুড ব্লগার-ও। ফলে, যেখানেই যান সেখানেই তাঁকে কেউ না কেউ চিনতে পারে। এমনকি অনেকে তো তাঁকে ডেকে নিয়ে গিয়ে খাওয়ান-ও। তাঁর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন নেই। কিন্তু ৫৯ তম জন্মদিনের আবেগেই কি নিজের বুদ্ধিসুদ্ধি তুলে রাখলেন?
আশিসকে দেখা গেল সকলকে একটাই কথা জিজ্ঞেস করতে, আমার নাম কী? অভিনেতা আসলে, এটা পরখ করতেই করেছেন। তারকাদের দেখতে পেলেই অনেকে সেলফি তোলার বায়না করেন। অথচ, অনেকেই তাঁদের নাম জানেন না। কেবল ঝোঁকের বশেই তার এই কাজ করেন।
আর আশিস এবার তাঁদের উছির শিক্ষা দিলেন। যেই এলেন তাঁর সঙ্গে ছবি তুলতে, তাঁকেই জিজ্ঞাসা করলেন, আমার সঙ্গে ছবি তুলবে? আমার নাম জানো? কেউ সঠিক উত্তর দিলেন। আবার কেউ বললে, এই মুহূর্তে মনে পড়ছে না, তবে আপনাকে চিনি।
অবশেষে তো তাঁকে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসা করতেও দেখা গেল, আমার নাম জানেন? যদিও সেই উত্তরন হাসিতেই দিয়ে দিলেন মিসেস বিদ্যার্থী।