/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/asish.jpg)
আশিসের ম্যাজিক মোমেন্ট
একদিকে, যখন ভেসে যাচ্ছে অসম। ব্রহ্মপুত্রের জলে চারিপাশে হাহাকার, দুর্বিষহ অবস্থা তখনই ব্রহ্মপুত্রের জলের ম্যাজিক দেখালেন আশীষ বিদ্যার্থী।
আসামের মেয়েকেই বিয়ে করেছেন তিনি। স্ত্রী রূপালীর সঙ্গে আসামের গভীর সংযোগ। সেই সূত্রেই যে বহুবার সেখানে গিয়েছেন একথা অস্বীকার করার নয়। সেই ব্রহ্মপুত্রের সামনে দাড়িয়েই নিজের স্ত্রীর একটি ছবি দেখালেন তিনি। তাঁর চোখের জাদুতে হারিয়েছেন আশীষ। এমনিও বিয়ের পর রূপালীর প্রশংসা করতে বাকি রাখছেন না তিনি। এই ছবিকে ম্যাজিক বলেই সম্বোধন করলেন তিনি।
আরও পড়ুন < ‘আমার কি মরে যাওয়া উচিত?’ বিয়ের পর থেকেই চূড়ান্ত অশান্তি, নাজেহাল আশিস বিদ্যার্থী! >
লিখলেন, ব্রহ্মপুত্রের জলের আভায় সৃষ্টি হওয়া একটা ম্যাজিকাল মুহূর্ত। স্ত্রীকে নিয়ে বেজায় আনন্দিত তিনি। এদিকে, রূপালীর হাসিমুখে মুগ্ধ আশীষের ভক্তরা। তাঁরা বলছেন, এত সুন্দর হাসি... আবার কেউ কেউ তো আশীষকে ভাগ্যবান পর্যন্ত বললেন। কারওর কথায়, ব্রহ্মপুত্রের সৌন্দর্যের থেকেও বেশি সুন্দরী তিনি।
উল্লেখ্য, দ্বিতীয় বিয়ের পর, তাঁকে নিয়ে নানা আলোচনা হয়। কেউ কেউ তো তাঁকে উল্টোপাল্টা বিশেষণ দিয়েও বর্ণনা করেছিলেন। সেই প্রতি উত্তর তিনি দিয়েছিলেন। তবে, বর্তমানে এই ছবি দেখে অনেকেই ব্রহ্মপুত্রের ভয়ঙ্কর দিকের কথা উল্লেখ করছেন। যে নদী এত অন্য ধরনের সে কিনা আজ ফুঁসছে। কেউ কেউ এমনও বললেন, এই নদীর সঙ্গে আজকের পরিস্থিতি মেলানো সম্ভব না।