Advertisment

Salman Khan-Ashneer Grover: 'ধ্যার, ফালতু পাঙ্গা নিচ্ছে..', সলমনের সঙ্গে বাক-বিতন্ডা তুঙ্গে অশনিরের?

Salman Khan-Ashneer Grover: এনআইটি কুরুক্ষেত্রে একটি অনুষ্ঠানে অশনির বলেন, "তিনি মারামারি-হাতাহাতির মাধ্যমে অহেতুক প্রতিযোগিতা সৃষ্টি করেছিলেন। আমাকে যখন ডাকা হয়েছিল তখন.."

author-image
IE Bangla Entertainment Desk
New Update
salman-ashneer

salman-ashneer: সলমনকে নিয়ে যা নয় তাই বললেন তিনি? Photograph: (ফাইল চিত্র )

শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার প্রাক্তন বিচারক এবং উদ্যোক্তা অশনীর গ্রোভার ২০২৪ সালের নভেম্বরে উইকেন্ড কা ভার পর্বের সময় সলমন খান সঞ্চালিত রিয়েলিটি শো বিগ বস সিজন ১৮-তে অংশ নিয়েছিলেন। শোতে তাদের কথোপকথনের সময়, সলমন অতীতে তার সম্পর্কে করা মন্তব্যগুলির জন্য অশনীরকে ডেকেছিলেন। সম্প্রতি, উদ্যোক্তা বিগ বস ১৮ এ তার উপস্থিতি সম্পর্কে কথা বলেছিলেন এবং সলমন পাল্টা আক্রমণ করেছিলেন। তিনি অযথা লড়াই বাছাই করে নাটক তৈরি করার অভিযোগ করেছিলেন।

Advertisment

এনআইটি কুরুক্ষেত্রে একটি অনুষ্ঠানে অশনির বলেন, "তিনি মারামারি-হাতাহাতির মাধ্যমে অহেতুক প্রতিযোগিতা সৃষ্টি করেছিলেন। আমাকে যখন ডাকা হয়েছিল তখন আমি শান্তিপূর্ণভাবে গিয়েছিলাম। আর এখন নাটক বানাতে গিয়ে সবাইকে বলছেন, 'ওহ, তোমার সঙ্গে আমার কখনো দেখাও হয়নি। আমি তোমার নামও জানি না। আপনি যদি আমার নাম না জানতেন তাহলে কেন ডাকলেন?" 

অশনীর গ্রোভারের সঙ্গে এর আগে কখনও দেখা হয়নি বলে সলমন খানের দাবি অস্বীকার করে ওই উদ্যোক্তা বলেন, "আর একটা কথা বলি। তুমি যদি আমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হও, তাহলে আমার সঙ্গে দেখা না করে তোমার পক্ষে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া সম্ভব হতো না। আমি একজন নির্মম ব্যক্তির মতো আমার সংস্থাটি চালিয়েছি। সবকিছু আমার মধ্য দিয়ে যেতে হয়েছে।" 

একটি পডকাস্টে অশনির দাবি করেন, একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় সলমনের সঙ্গে তাঁর আলাপ হয়। অশনীরের মতে, সলমনের ম্যানেজার তখন তাকে বলেছিলেন যে সুপারস্টার তার সাথে ছবি তুলবেন না। বিগ বস ১৮-তে অশনির গ্রোভারের মুখোমুখি হন সলমন খান। সেখানে ভাইজান বলেন, 'আপনার সঙ্গে নয়, আপনার টিমের সঙ্গে বৈঠক হয়েছে। আপনিও হয়তো সেখানে উপস্থিত ছিলেন। আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। আপনি যা বলেছেন তা আমি দেখেছি। আপনি উপস্থাপন করেছেন যে আমরা আপনাকে বোকা বানিয়েছি। এটা ভুল।"

Advertisment

উল্লেখ্য, একদিকে যেমন অশনির ঠোঁটকাটা তেমন সলমন নিজেও ভীষণ মেজাজী। তাঁর সামনে সোজা কথা সহজ ভাবে বললেই বিপদ। তাঁর অনুরাগীরা মজা করে এও বলেন, ভাইজান নাকি রাগের মাথায় কেরিয়ার নষ্ট করে দিতে পারেন। 

 

 

bollywood salman khan bollywood actress Bollywood Actor
Advertisment