Advertisment
Presenting Partner
Desktop GIF

Soura-Asmita: মালাবদল থেকে সিঁদুরদান সব সম্পন্ন, অভিনেতা সৌরর গলায় মালা দিলেন অস্মিতা?

Asmita and Soura Bhattacharjee: গতকাল সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সৌর এবং অস্মিতার বিয়ের ছবি। বিয়ের নানা মুহূর্তের ছবি ভাইরাল। একে অপরের চোখের দিকে তাঁকিয়ে, বিয়ের পোশাক পরে তারা ছবি তুললেন।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
soura-asmita banerjee

Soura-asmita: দুজনের বিয়ের ছবি ভাইরাল সমাজ মাধ্যমে...

টলিপাড়ার বুকে বিয়ের গুঞ্জন লেগেই থাকে। এই তো সেদিন অভিনেত্রী পিয়ালি বসু গাঁটছড়া বাঁধলেন। তাঁর আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন রূপসা চট্টোপাধ্যায়। আর আজ অস্মিতা চক্রবর্তী এবং সৌর ভট্টাচার্য? একে অপরের গলায় মালা দিলেন তাঁরা?

Advertisment

বেশ কিছু মাস আগে বছরের শুরুর দিকে মালা গলায় দেখা গিয়েছিলে অস্মিতা এবং তাঁর আরেক সহ অভিনেতা প্রবীর কে। শুধু তাই নয়, তাঁদের মধ্যে যে প্রেমের সম্পর্ক দানা বেঁধেছে একথা বুঝতে আর বাকি থাকেনি। তারপর থেকে নানা মুহূর্তের ছবি আপলোড করেছেন তাঁরা। কিন্তু গতকাল সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সৌর এবং অস্মিতার বিয়ের ছবি। বিয়ের নানা মুহূর্তের ছবি ভাইরাল। একে অপরের চোখের দিকে তাঁকিয়ে, বিয়ের পোশাক পরে তারা ছবি তুললেন।

আরও পড়ুন   -    Abhishek Bachchan: ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই মেয়ে আরাধ্যার জন্য 'মন কেমন', 'আবেগী' অভিষেক যা করলেন...

সেই দৃশ্য সৌর নিজেই শেয়ার করলেন সমাজ মাধ্যমে। তিনি লিখেছেন, হয়ে গেল। সঙ্গে একগাল হাসি এবং ভালবাসার ইমোজি জুড়েছেন। মালাবদল থেকে সিঁদুর দান, খই ফেলা থেকে সম্প্রদান, সব হল। উপস্থিত সকলেই বেশ মজা করলেন এবং দেখলেন। সেইসব ছবি ভাইরাল সমাজ মাধ্যমে। অনেকেই বেশ চমকে উঠেছেন এই ছবি দেখে। তাহলে কি সত্যিই তাঁরা বিয়ে করেছেন?

না, সৌর এই ছবি পোস্ট করেই লিখছেন, এটা কোন গোপনে সিরিয়ালের দৃশ্য। সেখানে অস্মিতা এবং সৌর গাঁটছড়া বেঁধেছেন। ফলে, সেটিকে আসল বিয়ে ধরে নেওয়ার কোনও কারণ নেই। যদিও, অভিনেতা নিজে বেশ পছন্দ করেছেন দর্শকদের মন্তব্য। উল্লেখ্য, তাঁরা সিরিয়ালের খাতিরে প্রিয়তিম নামেই ভালবাসা পাচ্ছেন। আর আপাতত নতুন সংসার পাততে চলেছেন ধারাবাহিকে।

শুধু যে বিয়ের ছবি তারা শেয়ার করেছিলেন এমনটা নয়। সিরিয়ালের পুরো পরিবারের সঙ্গে দেখা গিয়েছে তাঁদের। যেখানে রণজয় থেকে মিশমি এবং শ্বেতা সবাইকেই দেখা গিয়েছে।

Bengali Television Television Tollywood Television star
Advertisment