/indian-express-bangla/media/media_files/2025/09/19/zubeen1-2025-09-19-17-50-43.jpg)
প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট
এই পুজো অসমের জন্য একেবারেই আরামদায়ক না। আরাম তো দূর, এই পুজো একেবারেই মর্মান্তিক তাঁদের কাছে। অসম একা নয়, জুবিনের মৃত্যুতে কেঁদেছে গোটা ভারত। কাল গুয়াহাটিতে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে হাজারে হাজারে লোক জড়ো হয়েছিলেন। সকলের চোখে ছিল জল। শিল্পীকে বিদায় জানাতে তাঁদের বুক ফেটে একসার। তাঁর শব গাড়ির সঙ্গে সঙ্গে হেঁটেছেন বহু মানুষ।
সিঙ্গাপুরে স্কিউবা ডাইভিং করতে গিয়েই কি মৃত্যু হয় জুবিনের? বেশ কিছু ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। জলে ঝাঁপ দেওয়ার পর তাঁর সঙ্গে কী কী হয়, সব দৃশ্য প্রকাশ্যে আসে। কিন্তু, অকালে তাঁর এই মৃত্যু অনেকেই মেনে নিতে পারছেন না। তাঁর কাছের মানুষদের তরফে অনেকেই একে ষড়যন্ত্র বলে বর্ণনা করেছেন। কিন্তু, পোস্টমরটেম রিপোর্টে কী এসেছে? শুরুর দিন থেকেই অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তদারকি করছিলেন। তাঁর মরদেহ ফিরিয়ে নিয়ে আসতে নানা আলোচনায় বসেন তিনি। কিন্তু কী লেখা আছে ময়নাতদন্ত রিপোর্টে?
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, রাজ্য সরকার ইতিমধ্যেই সরকারি ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য উদ্যোগ নিয়েছিল।
শর্মা জানিয়েছেন, "সিঙ্গাপুর হাই কমিশন জুবিন গর্গের মৃত্যু সনদ পাঠিয়েছে এবং তাতে মৃত্যুর কারণ হিসেবে ডুবে যাওয়ার কথা উল্লেখ আছে। তবে মৃত্যু সনদ ও ময়নাতদন্তের রিপোর্ট এক নয়। ময়নাতদন্তের রিপোর্ট আলাদা, সেটিই আমরা সিঙ্গাপুর সরকারের কাছ থেকে চেয়েছি।
Tom Holland Injury: ফ্লোরেই স্টান্ট দুর্ঘটনা, হাসপাতালে 'স্পাইডারম্যান' টম
সংবাদমাধ্যমকে তিনি বলেন, "সিঙ্গাপুর হাইকমিশন আমাদের জুবিন গর্গের মৃত্যু সনদ পাঠিয়েছে এবং তাতে মৃত্যুর কারণ হিসেবে ডুবে যাওয়া উল্লেখ করা হয়েছে। তবে এটি ময়নাতদন্তের রিপোর্ট নয়।" মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই সিঙ্গাপুর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যত দ্রুত সম্ভব ময়নাতদন্তের ফলাফল সংগ্রহের চেষ্টা চলছে।
তিনি বলেন, "আসামের মুখ্য সচিব সিঙ্গাপুরের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ রাখছেন। সমস্ত নথিপত্র হাতে এলে আমরা তা অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠাব।"
প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারত উৎসবে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় প্রয়াত হন জনপ্রিয় গায়ক। আয়োজকদের মতে, পানির নিচে তিনি শ্বাসকষ্ট অনুভব করলে তাৎক্ষণিকভাবে তাঁকে সিপিআর দেওয়া হয় এবং পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই বিকেল ২:৩০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।