scorecardresearch

বড় খবর

‘রত্ন হারা ভারত’: বাজপেয়ীর প্রয়াণে শোকের ছায়া চলচ্চিত্র জগতে

Atal Bihari Vajpayee News: প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই শোক বার্তায় উপচে পড়ছে সাংস্কৃতিক জগত

atal bihari vajpayee
Atal Bihari Vajpayee: প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণ সংবাদে শোক চলচ্চিত্রমহলেও

Atal Bihari Vajpayee:  লড়াই শেষ। কিছুক্ষণ আগেই প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। গত ২৪ ঘণ্টা ধরেই দিল্লির এইমসে ভিড় করেছিলেন রাজনৈতিক জগতের নানা ব্যক্তিত্ব। প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সাংস্কৃতিক জগতের শোক বার্তায় উপচে পড়ছে টুইটার । এক ঝলকে দেখে নেওয়া যাক, দেশের চলচ্চিত্র মহল কী বলছে প্রয়াত নেতার সম্পর্কে।

অভিনেতা বোমান ইরানির টুইট; “সমগ্র রাজনীতি জগত থেকে ভালবাসা এবং শ্রদ্ধা অর্জন করা খুব বিরল ঘটনা। বাজপেয়ী তা পেরেছিলেন’

টুইটারে শোক প্রকাশ করলেন থালাইভা।

 

 

‘রত্ন হারাল ভারত’, প্রয়াত ভারতরত্নের প্রতি শোক জ্ঞাপন করলেন অভিনেতা রণদীপ হুডা।

 

সঙ্গীত শিল্পী কৈলাস খের টুইট করেছেন প্রয়াত বর্ষীয়ান নেতার নিজের লেখা কবিতা ‘কদম মিলাকার চলনা হোগা’

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Atal bihari vajpayee news indian film fraternity mourn