Advertisment

Athiya Baby Bump: আথিয়ার বেবি বাম্প আগলে রাহুল, ম্যাক্সি ড্রেসে মেটারনিটি শ্যুট, দাম শুনলে চমকে যাবেন

Athiya Shetty Maternity Shoot: ম্যাক্সি ড্রেসে প্রথমবার মেটারনিটি ফটোশ্যুট। বেবি বাম্পে হাত রেখে ক্যামেরায় পোজ সুনীল কন্যার। শুভেচ্ছায় ভাসলেন মম টু বি আথিয়া শেট্টি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
বেবি বাম্পে হাত রেখে মেটারনিটি ফটোশ্যুটে হবু মা

বেবি বাম্পে হাত রেখে মেটারনিটি ফটোশ্যুটে হবু মা

Athiya Shetty Baby Bump Shoot: দিনটা ছিল ৮ নভেম্বর, ২০২৪। তারকা দম্পতি কে.এল রাহুল ও আথিয়া শেট্টি যৌথভাবে দুই থেকে তিন হওয়ার সুখবর দিয়েছিলেন। ২০২৫-এ নতুন সদস্য আসার খবর দিতেই শুভেচ্ছায় ভেসেছিলেন পেরেন্টস টু বি আথিয়া শেট্টি ও কে.এল. রাহুল। এখন শুধু সময়ের অপেক্ষা। ছোট্ট সোনার আসার অপেক্ষায় দিন গুনছেন হবু বাবা-মা।

Advertisment

প্রেগন্যান্সি একেবারে চেটেপুটে উপভোগ করছেন মম টু বি আথিয়া শেট্টি। ইনস্টা হ্যান্ডেলে বেবি বাম্পের ফটো শেয়ার করলেন সুনীল শেট্টির আদুরে কন্যা আথিয়া শেট্টি। সাদা-কালো কম্বিনেশনের ম্যাক্সি ড্রেসে প্রেগন্যান্সি গ্লো যেন ঠিকরে বেরচ্ছে। মেটারনিটি লুকের ফটোশ্যুটে যেন আরও গ্ল্যামারাস মম টু বি আথিয়া শেট্টি। বেবি বাম্পে হাত রেখে ছবি পোস্ট করতেই হবু মা-কে শুভেচ্ছা ও ভালবাসায় ভরিয়ে দিলেন শুভাকাঙ্খীরা। 

Advertisment

প্রেগন্যান্সিতেও আথিয়ার স্টাইল স্টেটমেন্ট সুপারহিট। স্টাইলিশ লুকের সঙ্গে কী ভাবে নিজেকে কমফোর্ট রাখা যায় যেন তারই টিপস দিলেন রাহুল ঘরণী। মেটারনিটি ফটোশ্যুটে গ্ল্যাম অবতারে নিজেকে ক্যামেরার সামনে মেলে ধরেছেন আথিয়া। Club L London ব্র্যান্ডের ম্যাক্সি ড্রেসের ওয়েবসাইট অনুযায়ী আথিয়া শেট্টির মেটারনিটি শ্যুটের পোশাকের দাম ৪২ হাজার ১০০ টাকা।

প্রথমবার সিঙ্গল ফটোশ্যুটে স্ফীতোদরের ছবি প্রকাশ্যে আনলেন আথিয়া। বেবি বাম্প প্রদর্শন করতেই হৃদয় আর ইভিল আইয়ের ইমোজি দিয়েছেন সুনীল শেট্টি। এছাড়াও ইন্ডাস্ট্রির সতীর্থ হুমা কুরেশি, আয়েশা শ্রফ, ইলিয়ানা ডিক্রুজ সহ অনেকেই লাল হৃদয় আর ইভিল আইয়ের ইমোজি দিয়ে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন মম টু বি আথিয়া শেট্টিকে। শুভেচ্ছা জানিয়েছেন অদিতি রাও হায়দারি থেকে দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালা, ভূমি পেদনেকার, ধনশ্রী।  

প্রসঙ্গত, কে.এল. রাহুল বাড়িতে একটি গেট টুগেটারের আয়োজন করেছিলেন। সেখানেই হবু মাকে নিয়ে বেশ কয়েকটি ছবিতে লেন্সবন্দি হয়েছেন। ক্রিকেট তারকা কে.এল.রাহুলের এক বন্ধু ইনস্টা স্টোরিতে সেই ছবিগুলো শেয়ার করেন। সেখানেই দেখা যায় আথিয়ার বেবি বাম্প আগলে ক্যামেরায় পোজ রাহুলের।

সেই সন্ধ্যায় গ্রুপ ফটো শেয়ার করে ইন্সটা স্টোরিতে ক্রিকেট তারকা কে.এল. রাহুলের বন্ধু মজা করে লেখেন, 'বেবিজ হ্যাভিং আ বেবি' যার বাংলা তর্জমা করলে হয়, বাচ্চাদেরও বাচ্চা আছে। ২০২৩-এ সুনীল শেট্টির খান্ডালার ফার্মহাউজে বসেছিল রূপকথার বিয়ের আসর। গত ২৩ জানুয়ারি দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করলেন রাহুল-আথিয়া। এবার নতুন সদস্য আসার অপেক্ষা।  

bollywood movie KL Rahul Bollywood News bollywood actress Sunil Shetty Bollywood Couple athiya shetty
Advertisment