IND vs NZ - KL Rahul: গতকাল রাতেই ঘটে গিয়েছে, এক দারুণ আনন্দদায়ক ঘটনা। ভারত এবং নিউজিল্যান্ড এর ফাইনাল খেলায় যেভাবে জয় ছিনিয়ে নিয়ে এসেছেন ভারতের মিডিল অর্ডার ব্যাটসম্যানরা, তাতে প্রশংসা করতে হয়। যদিও বা টপ অর্ডারে রোহিত শর্মা ও শুভমন গিল দারুণ পার্টনারশিপ জমিয়েছিলেন। কিন্তু কে এল রাহুল, দারুণ একটি ইনিংস খেলে যেভাবে আসর জমিয়েছেন।
শেষ কিছু সময়ে রাহুলের যা ফর্ম ছিল, তাতে তিনি সকলকে অবাক করেছেন। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার সঙ্গে হারের পর রাহুলকে নানা কটাক্ষ শুনতে হয়েছিল। কিন্তু, শেষ কিছুদিন যা খেলা দেখিয়েছেন, তাতে ভারতের মিডিল অর্ডার এর ওপর ভরসা না এলেই না। কিন্তু, কে এল রাহুল যখন মাঠে খেলছেন, চাপের চোটে কী এমন করছিলেন যা এখন আলোচনার বিষয়? এমনকি তাঁর স্ত্রী নিজেও দিয়ে বসেছিলেন প্রতিক্রিয়া। রাহুলের ব্যাটের দিকে তাকিয়ে বসে ছিল আপামর ভারতীয়।
খেলোয়াড় জানিয়েছেন, তিনি নিজেকে নাকি গালাগাল করছিলেন? ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি প্রকাশ্যেই সত্যতা জানিয়ে দেন। রাহুল বলছেন, আমার মনে হয় না ক্যামেরায় এই কথা বলা উচিত, কিন্তু আমি শেষের দিকে নিজেকে গালিগালাজ করছিলাম। আমার ভয়ের চটে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু, আরও কিছু ব্যাটারের যদিও বা আসার সুযোগ ছিল, তাই আমি আত্মবিশ্বাসী ছিলাম যে ভাল কিছু হতে পারে।
উল্লেখ্য, তাঁর বর যে এহেন কান্ড করতে পারেন, এটাই কি তবে ভেবে রেখেছিলেন আথিয়া? একদিকে যখন ছোট্ট মানুষটি আসতে আর দেরি নেই, তখন দুবাইয়ের মাঠে যেতে না পারলেও, তিনি টিভির সামনে দাঁড়িয়ে ভারতের হয়ে চিয়ার করে গিয়েছেন। কিন্তু, স্বামী যে এহেন কান্ড করতে পারেন, তাতে একটুও অবাক না হয়ে, অভিনেত্রী বরং নিজের প্রতিক্রিয়া দিলেন। তিনি রাহুলের এই কাণ্ডে রীতিমতো হাসছেন। বর যা বললেন, তাতে না হেসেও উপায় নেই। তাঁর এই মন্তব্যের পর যদিও বা অনেকেই এসেছেন।
প্রসঙ্গে, তাঁর সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই দুটি আইসিসি ট্রফি জিতে ফেলেছেন রাহুল। অন্যদিকে, বহু বছর অসফল হওয়ার পর, টানা ১৫ বার ওডিআই ক্রিকেটে টসে হারার পরও পরপর দুটি আইসিসি ট্রফি কাঁধে তুলেছে ভারত। যদিও বা তাতে পড়শিদের দুঃখের শেষ নেই। কিন্তু, শেষ হাসি হেসেছে ভারত নিজেই।