/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/atif.jpg)
আতিফের অপমান
শিল্পীর সম্মান করতে গেলে ঠিক করে কী করতে হয় অনেকসময় মানুষ ভুলে যান। নিজেদের সভ্যতা ভুলেই যা নয় তাই করে বসেন তাঁরা। এমনকি এবারও নজরে পড়ল এমনই এক দৃশ্য। এর আগে অরিজিৎ এর সঙ্গেও একবার হয়েছিল তবে এবার নিশানায় আতিফ আসলাম।
শিল্পী এমনিও বেশ শান্ত মানুষ। বেশ কিছু রাজনৈতিক ঘটনার জেরে এদেশে তাঁর আসা যাওয়া, পারফর্ম করা বন্ধ হয়ে গিয়েছে। বিদেশের মাটিতে তিনি আনন্দের সঙ্গে গান গাইছেন। সামনে ভক্তরা বেশ উচ্ছ্বসিত। ঠিক সেই সময়ই সেখান থেকেই বেশ কয়েকটি টাকার নোট ছোঁড়া হল। বেশ কয়েকবার ঘটনার পুনরাবৃত্তি হতেই গান থামিয়ে দিলেন আতিফ।
যে টাকা ছুঁড়ছেন, তাঁকে সকলের সামনেই যা করলেন আতিফ। দেখে বেশ অবাক হতে হয়। কেন? একজন শিল্পীর অপমান হতে দেখেও কেউ প্রতিবাদ করেননি তখন। ফলে, আতিফ নিজেই নিজের মান সম্মান বাঁচাতে এগিয়ে এলেন। প্রকাশ্যে তিনি সেই ব্যক্তিকে বন্ধু বলে সম্মোধন করলেন। সেখালেন বেশ কিছু বিষয়। শিল্পী বললেন…
"শোনো, আমার বন্ধু! আমি বুঝতে পারছি তুমি অনেক বড়লোক। তোমার অনেক টাকা। কিন্তু এটা যেটা করছ সেটা টাকার অপমান এবং আমার অপমান। তোমার যদি ইচ্ছে হয় এই টাকাটা চ্যারিটি করতে পারো। কতটা ডোনেট করতে চাও বলো? নিয়ে নেওয়া হবে। তবে, এটা করো না। খুব অস্বস্তিকর।" আতিফের ব্যবহারে বেশ আপ্লুত অনেকেই। সকলেই তাঁকে প্রশংসায় ভরালেন।
এরম একটি ঘটনা এর আগেও একবার হয়েছিল। সেদিন অরিজিৎ এর সঙ্গে ঠিক এহেন কান্ড করেছিলেন এক ভক্ত। স্টেজ থেকেই তাঁকে সভ্যতার পাঠ পড়িয়েছিলেন অরিজিৎ। নিজের মেজাজ ধরে রেখেছিলেন। ফের একবার শিল্পী সত্বার পরিচয় দিলেন আতিফ।