Advertisment
Presenting Partner
Desktop GIF

সৌমিক সেনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার অতুল কাসবেকরের

'চিট ইন্ডিয়া' ছবির পরিচালক সৌমিক সেন ও প্রযোজক অতুল কাসবেকরের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেন অতুল। এক মহিলা তাঁদের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

চিট ইন্ডিয়া ছবির পরিচালক সৌমিক সেন ও প্রযোজক অতুল কাসবেকরের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেন অতুল

'চিট ইন্ডিয়া' ছবির পরিচালক সৌমিক সেন ও প্রযোজক অতুল কাসবেকরের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করলেন অতুল। এক মহিলা তাঁদের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ আনেনে। এদিন অতুলের প্রযোজনা সংস্থা এলিপসিস এন্টারটেইনমেন্ট সমস্ত অভিযোগ অস্বীকার করে একটি বিবৃতি দেয়। টুইট করে তাদের বক্তব্য পেশ করে তারা। সেখানে বলা হয়, প্রযোজনা সংস্থা 'চিট ইন্ডিয়া' ছবির কোনও সদস্যের কাছ থেকে কোনরকম অভিযোগ পায়নি। এমনকি তারা সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করবেন বলেও জানান। শূন্য ফলোয়ারের কেনও টুইটার হ্যান্ডেল থেকে উক্ত অভিযোগ করা হয়েছিল।

Advertisment

এলিপসিস এন্টারটেইনমেন্টের তরফে বলা হয়, ''যখন ভারতের #MeToo মুভমেন্টকে আমরা সমর্থন করছি, তখন উদ্বিগ্নও হচ্ছি এইসব ভিত্তিহীন অভিযোগ দেখে। বিশেষত বেনামী কিছু মানুষজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনও অভিসন্ধি নিয়ে কাজটা করছেন। তবে আমরা ভেতর থেকে বিশ্বাস করি এরকম চলতে থাকলে এই আন্দোলন তার বিশ্বাসযোগ্যতা হারাতে পারে।"

আরও পড়ুন: ‘প্রচার পেতে আমার বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে’: সুশান্ত সিং রাজপুত

তবে সেই অজানা ব্যক্তির টুইট অনুযায়ী, ওয়েব সিরিজের জন্য সৌমিক সেন একটি যৌন দৃশ্য বোঝাচ্ছিলেন তাঁর মহিলা ক্রু মেম্বারদের, এবং তাঁদের অভিনয় করেও দেখাতে বলেছিলেন। এমনকি শটের মাঝে প্রেমের কবিতাও তৈরি করে ফেলেন তিনি। অভিনেত্রী দাবী করেন, এই সবকিছুই ঘটে প্রযোজক অতুল কাসবেকরের উপস্থিতিতে এবং তিনি অন্ধের মতো মুখে বিকৃত হাসি নিয়ে পুরো বিষয়টা সমর্থন করে যান।

এর আগেও বর্ষীয়ান মিডিয়া ব্যক্তিত্ব চান্দ্রেয়ী সরকার 'গুলাব গ্যাং' পরিচালক সৌমিক সেনের দিকে আঙুল তুলেছিলেন। সৌমিক নাকি ২০১২ থেকে দিনের পর দিন অশ্লীল মেসেজ পাঠাতেন তাঁকে। এবং তাঁর অভিযোগকে সমর্থন করেছিলেন পরিচালক অনুভব সিনহা, যিনি 'গুলাব গ্যাংয়ের' প্রযোজকও। ইন্ডিয়ান এক্সপ্রেসকে অনুভব বলেন, "সৌমিক অনেকবার আমার কাছে ক্ষমা চান, এবং বলেন যে চান্দ্রেয়ীর সঙ্গে সরাসরি বিষয়টি মিটিয়ে নেবেন ও ক্ষমাও চাইবেন। সৌমিক দাবী করেছিলেন এরকম কাজ আর কোনওদিন করবেন না এবং কারোর কাছ থেকে এধরনের অভিযোগ আর শুনতে পাব না আমি। তারপরে আর চান্দ্রেয়ীর কাছ থেকে এই অভিযোগ পাইনি, আর আমার ব্যস্ত শিডিউলে সময়ও করে উঠতে পারিনি, ভেবেছিলাম বিষয়টা মিটে গিয়েছে।"

Read the full story in English

bollywood
Advertisment