Atul Kulkarni on Pahalgam Attack 2025: আতঙ্কবাদীদের মুখে চুন, পহেলগাঁও- এ চায়ের কাপে চুমুক অভিনেতার, দিলেন বড় বার্তা

Atul Kulkarni visits pahalgam: অতুল, নিজের বেশ কয়েকটি চরিত্রের কারণেই দারুণ জনপ্রিয়। যদিও, তাঁর যাওয়ার আগেই বেশ কিছু মানুষ পহেলগাঁও পৌঁছে গিয়েছেন। তাঁরা সেখানে ঘুরছেন ফিরছেন এবং কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করছেন।

Atul Kulkarni visits pahalgam: অতুল, নিজের বেশ কয়েকটি চরিত্রের কারণেই দারুণ জনপ্রিয়। যদিও, তাঁর যাওয়ার আগেই বেশ কিছু মানুষ পহেলগাঁও পৌঁছে গিয়েছেন। তাঁরা সেখানে ঘুরছেন ফিরছেন এবং কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করছেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
atul visits kashmir

কোথায় গেলেন অতুল? Photograph: (Instagram)

Pahalgam Attack on 2025-Atul Kulkarni: কাশ্মীরে যা ঘটে গিয়েছে, তাঁর পর মানুষের যেন এই জায়গার ওপর থেকে বিশ্বাস হারিয়ে গিয়েছে। শেষ কিছুদিনে মানুষ দেশের নানা প্রান্ত থেকে কাশ্মীরের বুকিং ক্যানসেল করছেন। কিন্তু, তারকারা বারবার দাবি রাখছেন দেশের জনগণের কাছে যেন কাশ্মীরকে তাঁরা অবহেলা না করেন। কাশ্মীরকে উপেক্ষা না করে, সেখানে তাঁরা বেড়াতে যান। তাঁর সঙ্গে সঙ্গে এও বলছেন, কেন কাশ্মীরে মানুষের আসা উচিত। অভিনেতা সুনীল শেট্টির পর এবার আরেক অভিনেতা অতুল কুলকার্নি সেখানে পৌঁছে গিয়েছেন।

Advertisment

অতুল, নিজের বেশ কয়েকটি চরিত্রের কারণেই দারুণ জনপ্রিয়। যদিও, তাঁর যাওয়ার আগেই বেশ কিছু মানুষ পহেলগাঁও পৌঁছে গিয়েছেন। তাঁরা সেখানে ঘুরছেন ফিরছেন এবং কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করছেন। আর অতুল সেখানে পৌঁছেই মুগ্ধ হয়ে গেলেন। শুধু তাই নয়, সেখানে গিয়েই তিনি ভারত এবং টুরিস্টদের উদ্দেশ্যে বার্তা দিলেন। কী বললেন অভিনেতা? পরনে নীল রঙের জামা, অভিনেতা কাশ্মীর পৌঁছতেই তাঁকে খাতির করা হল। সেখানকার মানুষদের তরফে জানানো হল, তাঁরা কতটা আপ্লুত। সমাজ মাধ্যমে তাঁরা লিখলেন...

"আপনাকে ধন্যবাদ যে আপনি এই কঠিন পরিস্থিতিতে আমাদের সঙ্গে সময় কাটালেন। আমাদের শত্রুদের বুঝিয়ে দিলেন, কেন আমরা এক।" এদিকে কাশ্মীর পৌঁছেই যেন নিজের বাড়ির মত আপ্যায়নের ভাগীদার তিনি। সেখানে খাওয়াদাওয়া থেকে শুরু করে, নানা সময় কাটাতে দেখা গেল তাঁকে। সমাজ মাধ্যমে কনি আপলোড করে তিনি লিখছেন... হিন্দুস্তানের এটা জাগির, ভয়ের ওপর হিম্মত ভারি আমাদের। হিন্দুস্তানের এটাও স্বভাব, যে আমরা ঘেন্নাকে ভালবাসা দিয়ে জয় করতে পারি। চলুন সবাই কাশ্মীর চলুন। সিন্ধু নদের পাড়ে চলুন।"

Advertisment

অভিনেতাকে কাশ্মীর নিয়ে নানা মন্তব্য রাখতেও দেখা গেল। তিনি এক সাক্ষাৎকারে বলছেন, "এই আতঙ্কবাদ আমাদের কী শেখাল? তাঁরা আমাদের বলছেন যে এখানে এসো না। কিন্তু আমরা কি সেটা শুনব? নিশ্চই না! আমরা চেষ্টা করব যেন এখানে আমরা আসতে পারি। আমরা আরও আনন্দের সঙ্গে আসব। সেটাই আমাদের আরও বেশি করে জানাতে হবে সেই সব আতঙ্কবাদীদের।"

উল্লেখ্য, কাশ্মীর আপনাদের পরের ছুটি হোক, এমনটাই বলেছিলেন সুনীল শেট্টি। কিন্তু, তাঁর মধ্যেই যে অতুল সেখানে পৌঁছে যাবেন, সেকথা অনেকেই ভাবেননি।

pahalgam terror attack Pahalgam Bollywood Actor bollywood