Ikkis-Amitabh Bachchan: নাতির গুণগান যেন শেষ-ই হচ্ছে না, অগস্ত্য-র ইক্কিস নিয়ে কী বলছেন জয়া-অমিতাভ?

‘ইক্কিস’-এ আরও অভিনয় করছেন ধর্মেন্দ্র, জয়দীপ আহলাওয়াত, সিকান্দার খের ও দীপক দোব্রিয়াল। ছবিটি ১৯৭১ সালের যুদ্ধের ইতিহাস ও অরুণ ক্ষেত্রপালের অসামান্য সাহসিকতার গল্প নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে।

‘ইক্কিস’-এ আরও অভিনয় করছেন ধর্মেন্দ্র, জয়দীপ আহলাওয়াত, সিকান্দার খের ও দীপক দোব্রিয়াল। ছবিটি ১৯৭১ সালের যুদ্ধের ইতিহাস ও অরুণ ক্ষেত্রপালের অসামান্য সাহসিকতার গল্প নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
agastya

জয়া-অমিতাভ কী বলছেন নাতিকে নিয়ে?

Ikkis-Agastya Nanda: অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, তাঁর দ্বিতীয় সিনেমা নিয়ে আবারও বড় পর্দায় হাজির হতে চলেছেন। শ্রীরাম রাঘবন পরিচালিত এবং ম্যাডক ফিল্মস প্রযোজিত এই ছবির নাম 'ইক্কিস'। এতে অগস্ত্যের সঙ্গে পর্দায় দেখা যাবে অক্ষয় কুমারের ভাগ্নি সিমর ভাটিয়াকে, যিনি এই ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন। সত্য ঘটনার ভিত্তিতে তৈরি সিনেমাটি, ভারতের সর্বকনিষ্ঠ পরমবীর চক্র-জয়ী, সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের অবিশ্বাস্য বীরত্বগাথা তুলে ধরবে।

Advertisment

অগস্ত্য তাঁর অভিনয়জীবন শুরু করেন, ২০২৪ সালে জোয়া আখতারের দ্য আর্চিস ছবির মাধ্যমে, যেখানে তাঁর সঙ্গে ছিলেন খুশি কাপুর এবং সুহানা খান। এবার দীপাবলিতে ম্যাডক ফিল্মস ‘থাম্মা’র পাশাপাশি ‘ইক্কিস’-এর ট্রেলার সকলের সামনে আনেন, যা ইতিমধ্যেই দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। ডিসেম্বর ২০২৫-এ ছবিটি মুক্তি পাবে।

Dharmendra: গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র! হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তি?

সম্প্রতি জয়া বচ্চন তাঁদের নাতির নতুন ছবি নিয়ে মুখ খোলেন। বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "অগস্ত্য খুব দ্রুত শেখে। তার বাবা-মা কেউই অভিনেতা নন, তাই সে নির্দেশনার জন্য দাদা-দাদী এবং মামা অভিষেক বচ্চনের উপর নির্ভর করে।" তিনি আরও যোগ করেন, "আমি সাধারণত কাউকে প্রশংসা করি না, বিশেষ করে পরিবারের কাউকে নিয়ে কিছু বলি না। কিন্তু অগস্ত্য আলাদা। সে নিজের পথ তৈরি করতে দৃঢ়প্রতিজ্ঞ, ঠিক যেমন আমি একসময় করেছিলাম।"

Advertisment

দাদু অমিতাভ বচ্চনও তাঁর ব্লগে, নাতিকে উদ্দেশ্য করে আবেগঘন বার্তা লেখেন। তিনি স্মৃতিচারণা করে জানান, অগস্ত্য জন্মের মুহূর্ত থেকে তাঁর কাছে কতটা বিশেষ। অমিতাভ লেখেন, "আজ তুমি বিশ্বব্যাপী বড় পর্দায় দাঁড়িয়ে- তোমার প্রতি আমার আশীর্বাদ সবসময় থাকবে। পরিবারের জন্য গর্ব নিয়ে আসো।" 

Priyanka Chopra: ভীষণ স্বার্থপর প্রিয়াঙ্কা! দেশি গার্লের মন খুলে নিন্দা করলেন অভিনেত্রী?

‘ইক্কিস’-এ আরও অভিনয় করছেন ধর্মেন্দ্র, জয়দীপ আহলাওয়াত, সিকান্দার খের ও দীপক দোব্রিয়াল। ছবিটি ১৯৭১ সালের যুদ্ধের ইতিহাস ও অরুণ ক্ষেত্রপালের অসামান্য সাহসিকতার গল্প নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে। 

Entertainment News Today Jaya Bacchan amitabh bachchan