Advertisment

অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার, ৩ দিনেই মারকাটারি ব্যবসায় ভারতেও

সব মিলিয়ে ভারতের বাজারে হাতে গুনে ১২০.৯০ কোটি টাকার ব্যবসা করেছে এই ভিন দেশি ছবি।  এবং যা আঁচ পাওয়া যাচ্ছে, তা থেকে পরিষ্কার অনেক রেকর্ডই ভেঙে দিতে চলেছে অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার। 

author-image
IE Bangla Web Desk
New Update
avengers-7595

অ্যাভেঞ্জার্স ছবির মুখ্য চরিত্র

খাস কলকাতাতেও হিট অ্যাভেঞ্জার্সের নবতম সংস্করণ। প্রাক্তন ও দৃষ্টিকোণই নয়, কলকাতার নাগরিকরা বক্সঅফিস সেরা করে তুললেন অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ারকেও। আরও একবার গোটা ভারতে একচেটিয়া ব্যবসা করতে সক্ষম হল হলিউড। অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার ছবিটি মার্ভেলের সিনেমার সবথেকে প্রতীক্ষিত ছবি ছিল তা বলাইবাহুল্য। ভারতে গত  ২৭ এপ্রিল মোট ২০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার। ছবিটি দেখার জন্য মুক্তির বহু আগে থেকেই টিকিট বুকিংয়ে নজর ছিল সিনেপ্রেমীদের। তা স্পষ্ট হয়ে দেখা দিল ৩ দিনের বক্সঅফিস রিপোর্টে। বলিউডের ওপেনিং কালেকশনের সমস্ত রেকর্ডকে বর্তমানে পিছনে ফেলে তিনদিনে প্রায় ১২০ কোটির বাজার করল অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার। ভারতীয় ছবির বক্স অফিস রেকর্ডকে ভেঙে চুরমার করে দিয়ে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে এই ছবি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার প্রথম দিনে ৩১.৩০ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনের শেষে মোট অঙ্ক পৌঁছয় ৬১.৮০ কোটিতে। রবিবার ছুটির দিনে অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার ছবিটি ব্যবসা করল ৩২.৫০ কোটি টাকার। সব মিলিয়ে ভারতের বাজারে হাতে গুনে ১২০.৯০ কোটি টাকার ব্যবসা করেছে এই ভিন দেশি ছবি।  এবং যা আঁচ পাওয়া যাচ্ছে, তা থেকে পরিষ্কার অনেক রেকর্ডই ভেঙে দিতে চলেছে অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার।

Advertisment

আরও পড়ুন: সনজুর নতুন পোস্টার: সঞ্জয় দত্তের লুকে মাত করলেন রণবীর কাপুর

আরও পড়ুন : সুলতান-দ্য সেভিয়ার, জিতের ‘মাশা আল্লা’ ইউটিউব কাঁপালো প্রথমদিনেই

ভারতে মুক্তি পাওয়ার সপ্তাহ দুয়েক আগে আমেরিকায় মুক্তি পায় অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার। সূত্রের খবর এখনও অবধি ২৫০ মিলিয়ান ডলারের ব্যবসা করে ফেলেছে ছবিটি। ছবিটি তৈরি করতে খরচ হয়েছে ৩০০ মিলিয়ান ডলার, ফলে এ কথা স্পষ্ট যে আর কয়েকদিনের মধ্যেই লাভ করতে শুরু করবে অ্যাভেঞ্জার্স। অ্যাভেঞ্জার্স সিরিজের চতুর্থ পর্ব মুক্তি পাবে সম্ভবত ২০১৯ সালে।

avengers infinity war box office report
Advertisment