Avika Gaur Dipika Kakar: জটিল রোগে আক্রান্ত দিদির মত সহ-অভিনেত্রী, সমবেদনাও জানালেন না আরেক নায়িকা...?

তাঁর শরীরে যা সমস্যাই হোক না কেন তিনি কিন্তু সবটাই সমাজ মাধ্যমে শেয়ার করেন। এবং সকলেই সেই সম্পর্কে জানতে পারেন। এবার দীপিকার শারীরিক অসুস্থতা নিয়ে, কোনও মন্তব্য করতেই চাইলেন না অভিকা গউর?

তাঁর শরীরে যা সমস্যাই হোক না কেন তিনি কিন্তু সবটাই সমাজ মাধ্যমে শেয়ার করেন। এবং সকলেই সেই সম্পর্কে জানতে পারেন। এবার দীপিকার শারীরিক অসুস্থতা নিয়ে, কোনও মন্তব্য করতেই চাইলেন না অভিকা গউর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dipika

যা বললেন অভিনেত্রী

 Avika Gaur Dipika Kakar:  সাধারণত কোনও তারকা যদি অসুস্থ হন, তাহলে তাঁর অন্য বন্ধুরা আরোগ্য কামনায় নানা ধরণের পোস্ট করেন। হিনা খানের ক্ষেত্রেও ঠিক সেটাই দেখা গিয়েছিল। তিনি যেভাবে যুদ্ধ জয় করলেন, সকলেই হিনার গল্প শুনে বেশ মুগ্ধ হন। কিন্তু, দীপিকা ককর? এই অভিনেত্রীর শরীরেও বাসা বেঁধেছিল মারণরোগ। এবং খেয়াল করলে দেখা যাবে দীপিকা অপারেশনের পর নানা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। 

Advertisment

তিনি কখনও ম্যামোগ্রাফি করাচ্ছেন, আবার কখনও তিনি মুখের আলসারে ভুগছেন। তবে, তাঁর শরীরে যা সমস্যাই হোক না কেন তিনি কিন্তু সবটাই সমাজ মাধ্যমে শেয়ার করেন। এবং সকলেই সেই সম্পর্কে জানতে পারেন। এবার দীপিকার শারীরিক অসুস্থতা নিয়ে, কোনও মন্তব্য করতেই চাইলেন না অভিকা গউর? কিন্তু কেন তিনি এই নিয়ে কিছু বললেন না? সাসুরাল সিমর কা ধারাবাহিকে তাঁরা প্রায় বোনের মতই ছিলেন। তাহলে কি কোনও কারণে দুজনের মধ্যে দুরত্ব বেড়েছে? নাকি অন্য কোনও কারণে আছে? 

অভিকা সোজাসাপ্টা এড়িয়ে গেলেন এই বিষয়ে। বরং তাঁকে বলতে শোনা গেল, দীপিকা নাকি ভীষণ ভোকাল। তিনি এসব বিষয় নিয়ে নাকি নানা কথা বলছেন। সম্প্রতি অভিকা টেলিভিশনে ফিরেছেন এবং ইতিমধ্যে তিনি  এঙ্গেজমেন্ট সেরেছেন। তাঁকে দেখা যাবে পতি -পত্নী আর পাঙ্গা শোয়ে। এবং তাঁকে যখন জিজ্ঞেস করা হয় দীপিকা তাঁর নতুন কাজ সম্পর্কে জানেন কিনা। সমস্ত প্রসঙ্গেই তাঁকে গা ছাড়া ভাব দেখাতে দেখা গেল। 

Advertisment

অভিকা কি সত্যিই সে-বিষয়ে জানতেন না? তিনি সোজাসুজি বলছেন, "আমার মনে হয় তাঁরা এই সমস্ত বিষয়টা নিয়ে এতটাই কথা বলছেন, যে নতুন করে আর কিছু বলার থাকে না। ওরা ওদের ভ্লগে সমানেই নানা আপডেট দিতে থাকে। আমিও একজন প্রপার ফলয়ারের মত ওদেরকে দেখতে থাকি। এছাড়াও মাঝেমাঝে আমি ওকে মেসেজ করি বা টেক্সট করি। কথা হয় মাঝেমাঝে। এভাবেই কথা চলে।" 

এখানেই থামলেন না। বরং অভিকাকে বলতে শোনা গেল তাঁর কাছে দীপিকার স্বাস্থ্য নিয়ে তাঁর বেশি কিছু বলার নেই। বরং সে অকপটে বলল, ওনার ভ্লগেই আমি আপডেট দেখতে চাই।  

Entertainment News Entertainment News Today Dipika Kakar