Ayan Mukerji Father Deb Mukherjee Death: রঙের উৎসবে যখন সকলে আনন্দে মেতে উঠেছে তখন চরম দুঃসংবাদ ব্রহ্মাস্ত্র খ্যাত পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাড়িতে। প্রয়াত তাঁর বাবা ও বিশিষ্ট অভিনেতা দেব মুখোপাধ্যায়। 'জুম'-কে এই খবর নিশ্চিত করেছেন অয়নের মুখোপাত্র। শুক্রের সকালেই মুখোপাধ্যায় বাড়ির রঙের আনন্দকে বেরঙিন করে চলে গেলেন অয়নের বাবা। প্রয়াত অভিনেতা দেব মুখোপাধ্যায় পরিচালক আশুতোষ গোয়ারিকরের শ্বশুরমশাই।
সূত্রের খবর, শুক্রবার বিকেল চারটের সময় ভিলে পার্লেতে পবন হংস শ্মশানে শেষ কৃত্য সম্পন্ন হবে। শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন পরিবার, ইন্ডাস্ট্রির সতীর্থরা, কাজল, রানি মুখোপাধ্যায় ও অজয় দেবগণ, তনুজা, তানিশা, রণবীর-আলিয়া, হৃত্বিক রোশন, সিদ্ধার্থ মলহোত্রা, রণবীর সিং সহ আরও অনেকেই।
/indian-express-bangla/media/post_attachments/132fdfe8-ab8.jpg)
প্রয়াত বর্ষীয়ান অভিনেতা কাজল-রানি মুখোপাধ্যায়ের কাকা। গত দুর্গাপুজোয় মুখোপাধ্যায় বাড়ির পুজোয় সর্বক্ষণ দুই বোনের সঙ্গে ছায়াসঙ্গীর মতো ছিলেন অয়ন মুখোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। ১৪ মার্চ সকাল সাড়ে সাতটা নাগাদ ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গিয়েছেন অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়। তারকা পরিবারেই সন্তান ছিলেন দেব। ১৯৪১ সালের ২২ নভেম্বর উত্তরপ্রদেশের কানপুরে জন্ম দেব মুখোপাধ্যায়ের।
প্রয়াত অভিনেতা দেবের মা সতীদেবী মুখোপাধ্যায় ছিলেন কিংবদন্তী অভিনেতা অশোক কুমার, অনুপ কুমার এবং কিশোর কুমারের বোন। আর দাদা ছিলেন কাজলের বাবা সমু মুখোপাধ্যায়। অভিনয় কেরিয়ার শুরু করেন ছয়ের দশকে। 'তু হে মেরি জিন্দেগি', 'অভিনেত্রী'-র মতো ছবিতে ছোট চরিত্রে অভিনয় করেছিলেন।
'দো আঁখে অ্যান্ড বাতো বাতো ম্যায়', 'কিং আঙ্কেল', 'ম্যায় তুলসী তেরে অঙ্গন কি' -এর মতো ছবিতে অভিনয় করেছেন। কিন্তু, অভিনেতা হিসেবে সেভাবে সফল হহনি। তবে পরিচালক হিসেবে অয়ন মুখোপাধ্যায় ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। আলিয়ার প্রি-বার্থডে সেলিব্রেশনে ব্রহ্মাস্ত্র ২-এর খবরে সিলমোহর দিয়েছেন রণবীর কাপুর। এই মুহূর্তে ওয়ার ২-এর শুটিংয়ে ব্যস্ত পরিচালক অয়ন মুখোপাধ্যায়। এই ছবির শুটিং শেষ করেই রণবীর-আলিয়ার সঙ্গে শুটিং শুরুর কথা। তার মাঝেই পরিবারে শোকের ছায়া।