Ayesha Jhulka News: নয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী আয়েশা জুলকা। বেশ কিছু ছবিতে আয়েশার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু, আয়েশা নিজেকে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে গুটিয়ে নিয়েছেন। ২০২২-এ ওয়েব সিরিজ 'হাশ-হাশ'-এর হাত ধরে অভিনয়ে কামব্যাক করেন আয়েশা। সম্প্রতি পপুলার রিয়্যালিটি শো সেলিব্রিটি মাস্টারশেফ-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছিলেন 'জো জিতা ওহি সিকন্দর' খ্যাত অভিনেত্রী।
সেই সূত্রে আরও একবার চর্চায়। বলিউড বাবলকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যক্তিগতজীবন নিয়ে মুখ খুললেন আয়েশা। ২২ বছরের বিবাহিত জীবনে আজও কেন তিনি নিঃসন্তান? সেই প্রশ্নের সপাট জবাব দিয়েছেন আমির খানের নায়িকা। নিন্দুকের মুখে ছাই দিয়ে আয়েশার অকপট স্বীকারোক্তি, স্বইচ্ছাতেই মা হননি। গর্ভস্থ সন্তান ছাড়া মা হওয়া যায় না সেটা একেবারেই মনে করেন না আয়েশা।
নিজের সন্তান না থাকার জন্য কোনও আক্ষেপ নেই অভিনেত্রীর। বরং আজ তিনি ১৬০ জন সন্তানের মা। নিজের সিদ্ধান্তে জীবনের এই পদক্ষেপে পরিবারকে সবসময় পাশে পেয়েছেন। আয়েশা স্বাধীনচেতা মনের মানুষ। অন্যকে খুশি করাটা তাঁর স্বভাবহির্ভূত। মন কি বাত-এ বিশ্বাসী আয়েশা জুলকা।
তাঁর মতে, সমাজ আজ অনেক উন্নত। মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে। আজকাল প্রেমিকযুগল লিভ-ইন রিলেশনশিপে থাকছে। সেক্ষেত্রে একটা মেয়ের ব্যক্তিগত ইচ্ছে-অনিচ্ছাকে মূল্য দেওয়াটা কোনও বড় ব্যাপার নয়। পরিবার আর স্বামী যখন তাঁর ইচ্ছেকে সম্মান করেছেন তখন অন্য কোনও কিছু নিয়ে ভাবতে নারাজ আয়েশা। সমাজ বা আসেপাশের মানুষের মন্তব্যকে একেবারেই কর্ণপাত করেন না।
সাম্প্রতিক অতীতে এক সাক্ষাোৎকারে নয়ের দশকের এই জনপ্রিয় অভিনেত্রী বলেছিলেন, তিনি কোনওদিন মা হতে চান না। গুজরাতের দুটি গ্রাম দত্তক নিয়েছিলেন। সেখানের ১৬০ টি শিশুর পড়াশোনার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন আয়েশা জুলকা। লাইমলাইট থেকে দূরে নিজের মতো করে জীবন কাটিয়ে আনন্দে রয়েছেন। শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন। এরপর বলিউডের বেশ কয়েকটি ছবিতে কাজ করেন। বিনোদন জগৎ থেকে দূরে থাকলেও আজও ভক্তদের সঙ্গে ভাল বন্ডিং রয়েছে আয়েশার।